খুলনা
যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা নিহত
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪৬) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। এ সময় তারেক নামে অপর আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে এবং মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার রাতেও রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে সময় কাটাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাজগঞ্জ এলাকার কয়েকজনর বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আশরাফুল রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। প্রতিদিনের মতো গতকাল (শনিবার) সন্ধ্যার পর তিনি ওই চা দোকানে এসে বসেন। রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা তার ওপর দুর্বৃত্তরা অতর্কিতে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আশরাফুলের ওপর হওয়া হামলা ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি পর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
১২০ দিন আগে
লবণ নেওয়ার অজুহাতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’
যশোরের অভয়নগরে লবণ নেওয়ার অজুহাতে প্রতিবন্ধী এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে হালিম মোল্লা নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ধুলগ্রাম এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
এরপর গতকাল (শনিবার) অভিযুক্তকে যশোর সদর উপজেলার জয়তা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার নারী বাক প্রতিবন্ধী এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ বকতিয়ার আলী।
তিনি জানান, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। সেদিন সকাল ৯টার দিকে প্রতিবেশী হালিম মোল্লা লবণ নেওয়ার অজুহাতে তার বাড়িতে যান। ভুক্তভোগী নারী রান্নাঘর থেকে লবণ আনতে গেলে হালিম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরের দিন বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর হালিমের অবস্থান শনাক্ত করে শনিবার তাকে আটক করা হয়।
রোববার (৩১ আগস্ট) হালিম মোল্লাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১২০ দিন আগে
নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
নড়াইলের কালিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ষাঁড়ের লড়াই অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই রঘুনাথপুর বিদ্যালয়ের মাঠের চারপাশে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ স্কুলের বারান্দায়, কেউ বাড়ির ছাদে, আবার কেউ গাছে উঠে উপভোগ করেন এ লড়াই। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও লড়াই দেখতে ভিড় জমান।
প্রতিযোগিতায় আড়পাড়া, যাদবপুর, শোলপুর, মির্জাপর, পেড়লীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩০টি ষাঁড় অংশ নেয়।
আরও পড়ুন: মানিকগঞ্জের কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
মির্জাপুর থেকে আসা সুবুদ্ধি বিশ্বাস বলেন, আমিসহ আমাদের গ্রাম থেকে নসিমন যোগে ১৫ জন এক সঙ্গে ষাঁড়ের লড়াই দেখেছি। ষাঁড়ের লড়াই দেখার আনন্দেই আলাদা। যদি বৃষ্টি না হতো তাহলে এখানে আসা মানুষ আরও সুন্দরভাবে এ প্রতিযোগিতা উপভোগ করতে পারত।
আয়োজকদের মতে, গ্রামবাংলার মানুষের বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্যের প্রতীক এই ষাঁড়ের লড়াই। আমাদের সকলের পুরোনো এই ঐতিহ্য সংরক্ষণ করা উচিত, যাতে করে আগামী প্রজন্ম কাছে এটি জীবন্ত থাকে। ষাঁড়ের লড়াই শুধু একটি সাধারণ খেলা নয়, এটি বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
১২০ দিন আগে
খাবার আনতে দেরি হওয়ায় শিক্ষার্থীকে ‘গরম খুন্তির ছ্যাঁকা’ দিলেন মাদরাসা সুপার
মাগুরা জেলার শ্রীপুরে খাবার আনতে দেরি হওয়ায় এক শিক্ষার্থীকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদারাসা সুপার মাওলানা আবু সাইদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার নাকোল-কমলাপুর দারুল উলুম ইসলামি মাদরাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন (১২)। সে মাগুরা শহরের আদর্শপাড়ার ভাড়া বাড়ির বাসিন্দা সুজন মিয়ার ছেলে।
নাকোল থানা পুলিশ জানিয়েছে, নির্যাতনের পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি, বরং কাউকে কিছু না জানানোর জন্য ভয় দেখিয়ে মাদরাসায় আটকে রাখা হয়। আজ (বৃহস্পতিবার) জুনায়েদ পালিয়ে বাড়ি ফিরে গেলে তার বাবা সুজন মিয়া নাকোল পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
সুজন মিয়া জানান, চার বছর আগে ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে ওই মাদরাসায় ভর্তি করেন। কিন্তু সেখানে তুচ্ছ ঘটনায়ও মাদরাসার সুপার মাওলানা আবু সাইদের নির্যাতনের শিকার হতে হতো তার ছেলেকে।
আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশি যুবকের নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি
তিনি বলেন, গত রাতে সুপারের খাবার আনতে জুনায়েদকে মাদরাসার পাশে একটি বাড়িতে পাঠানো হয়। সেখানে গৃহস্থের খাবার প্রস্তুতে দেরি হওয়ায় জুনায়েদের ফিরতেও দেরি হয়। কিন্তু এ জন্য জুনায়েদকে অপরাধী করে নির্যাতন করা হয়।
শিশু জুনায়েদ জানায়, রাত ৯টার দিকে খাবার নিয়ে মাদরাসায় ফিরলেও সুপারের ঘনিষ্ট দুই ছাত্র ওয়ালিদ ও সিজান তার হাত বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে পরনের কাপড় খুলে ফেলে। এরপর মোমবাতির আগুনে স্টিলের খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকা দেয়। নির্যাতনের বিষয়টি প্রকাশ করলে আরও মারধরের হুমকিও দেওয়া হয় তাকে।
এ বিষয়ে এ ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে মাদরাসার সুপার মাওলানা আবু সাইদ বলেন, রাতে তাদের মাদরাসায় তালা দিয়ে নিজ ঘরে যাই। কিন্তু কখন এটি ঘটেছে জানা নেই।
নাকোল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকুল হোসেন জানান, শিশুটির বাবার অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২২ দিন আগে
বেনাপোলে মাদক ও চোরাই পণ্যসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বেনাপোল সীমান্তে মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সময় অমলেশ মণ্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অমলেশ মণ্ডল ভারতের চব্বিশপরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের বাসিন্দা।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি ও আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাবার, শাড়ি, থ্রিপিচ, চায়না দোয়ারি জাল ও প্রসাধনসামগ্রী জব্দ করে। এ সময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মণ্ডল নামের ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।
চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১২৪ দিন আগে
নড়াইলে ১৪৪৩ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
নড়াইলের কালিয়ায় ১ হাজার ৪৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় আবেদ মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির ১০ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার আবেদ ওই গ্রামের রকি উদ্দিন মোল্লার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তার জানান, পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে আবেদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আজ (মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১২৪ দিন আগে
চুয়াডাঙ্গায় চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোপে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুর চুলকানিপাড়ায় তুফানের চাতালের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলোকদিয়া বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভিক্ষুকের ঘরে চুরি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তৈয়ব আলীর সঙ্গে তার চাচাতো ভাই রাজুর বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধের জের ধরে রাজু ও তার মামাতো ভাই বাবু ধারালো অস্ত্র দিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মিরাজ নিহত হয়।
গুরুতর আহত তৈয়ব আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও অবনতি হলে পুনরায় সদর হাসপাতালে আনা হয়। সেখানে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
১২৫ দিন আগে
আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
আড়াই বছর পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম চালানে ভারতীয় একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ।
তিনি জানান, গতকাল (সোমবার) রাত ৮টার দিকে প্রথম চালানে ১৫ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজবোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানি করা পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।
পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন।
আরও পড়ুন: বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, কেজিতে দাম কমবে ৫-৭ টাকা
এর আগে, ২০২৩ সালের মার্চ মাস থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক আনু বলেন, এর আগে দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল সরকার। পরে ভারতও রপ্তানি বন্ধ করে দেয়।
তিনি জানান, বর্তমানে দেশে চাহিদার বিপরীতে আমদানি ও পর্যাপ্ত মজুত থাকলেও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিলেন। এতে পেঁয়াজ কিনতে নিম্ন আয়ের মানুষের গুনতে হচ্ছিল অতিরিক্ত টাকা। অবশেষে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
কাস্টমস সূত্র জানিয়েছে, প্রতি টন ৩০৫ ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। আমদানি করা পেঁয়াজ বাজারে মানভেদে ৫৮ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হতে পারে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পেঁয়াজের চালানটি দ্রুত খালাসের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
১২৫ দিন আগে
খুলনায় পিকআপের চাপায় ইজিবাইক-চালকসহ নিহত ৩, আহত ৫
খুলনার ডুমুরিয়া উপজেলায় পিকআপের চাপায় ইজিবাইক-চালক ও দুইজন যাত্রীসহ মোট ৩ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজনর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌঁনে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইক যাত্রী রিনা খাতুন (৩৬) ও মোহাম্মদ রুস্তম আলী খান (৬৫) এবং ইজিবাইকের চালক মোহাম্মদ জাহিদুর মোড়ল (২৫)।
এরমধ্যে রিনা খাতুন ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং বাগদাড়ি গ্রামে বাস করতেন রুস্তম আলী খান। অন্যদিকে নিহত জাহিদুর মোড়ল ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানিয়েছে, খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙ্গা নামক স্থানে খুলনাগামী যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিনা খান ও রুস্তম আলী খান নিহত হন। আর খুমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদুর।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
১২৬ দিন আগে
ঝিনাইদহ জেলা যুবলীগ আহ্বায়ক ও সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার
ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)'র একটি দল তাদের পান্থপথ থেকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, অভিযুক্ত দুইজনকে একই সঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে বলেও জানান সদর থানার তিনি।
আরও পড়ুন: রাজশাহীতে আলোচিত এসআই মাহবুব হাসানকে সংঘবদ্ধ পিটুনি
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি আশা করছি আজ (রবিবার) যেকোনো সময় ঝিনাইদহে এসে পৌঁছাবেন আশফাক ও শাকিল। তবে তারা ঝিনাইদহে এসে পৌঁছালে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে। তার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গতবছরের ৫ আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
১২৭ দিন আগে