অন্যান্য
সাঈদীর মৃত্যু: শাহবাগে জামায়াত-শিবিরের সহিংসতায় ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে ঢাকার শাহবাগে ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জব্বার বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করা হলেও নাম প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, হামলা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে যুদ্ধাপরাধী সাঈদীর দাফন সম্পন্ন
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) সামনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে জামায়াত-শিবিরের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এ সময় তারা সাঈদীর জানাজা ঢাকায় করার দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।
আরও পড়ুন: চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিলে সংঘর্ষ, নিহত ১
চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিলে সংঘর্ষ, নিহত ১
কক্সবাজারের চকরিয়ায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার(১৫ আগস্ট) বিকাল ৪ টার দিকে চকরিয়া পৌর শহরের বায়তুশ শরফ রোড়ে এঘটনার সৃষ্টি হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মো. ফোরকানুল ইসলাম (৬০) নামে একজন মারা যান। নিহত ব্যক্তি চকরিয়া পৌর এলাকার ১ ওয়ার্ডের আবুল ফজলের ছেলে।
এছাড়া সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরও ১২ জন। আহতদের মধ্যে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহ ৫ পুলিশ সদস্যও রয়েছে।
এসময় বিক্ষোভকারিরা ওসির গাড়ি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়িসহ বেশ কয়েকটি সরকারি কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনিসহ পুলিশের ৫ সদস্য আহত হয়। তবে দুই পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় কে কোন দলের তা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানিয়েছেন, 'চকরিয়ায় জানাজা নিয়ে সংঘটিত সংঘর্ষের বিষয়ে পুলিশ কাজ করছে। তবে গুলিবর্ষণ পুলিশের কাছ থেকে করা হয়নি। হতাহতের ব্যাপারে বিস্তারিত পরে জানা যাবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, 'গায়েবানা জানাজার নিষেধাজ্ঞা থাকার পরও স্থান পরিবর্তন করে জানাজা পড়েছে তারা।পরে মিছিল সহকারে পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাল্টাপাল্টি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করা হবে।
আরও পড়ুন: পিরোজপুরে সাঈদী ফাউন্ডেশনে ছেলের পাশেই সাঈদীকে দাফন: শেষ বার দেখতে মানুষের ঢল
পিরোজপুরে যুদ্ধাপরাধী সাঈদীর দাফন সম্পন্ন
দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সাঈদীর ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আজ দুপুর ১টার দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান তার নামাজে জানাজা পরিচালনা করেন।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিএসএমএমইউর সামনের সড়কে অন্তত দু’টি মোটরসাইকেলে আগুন দেয় এবং সাঈদীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে বিক্ষোভ করে।
সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক
২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় দলটি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা এই চিঠি জমা দেন।
চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেন, ‘কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় আমরা ১ আগস্ট আমাদের নির্ধারিত সমাবেশ করতে পারিনি। তাই আমরা শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নেই।’
আরও পড়ুন: ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত
চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় জামায়াত
৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জামায়াত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শুক্রবার (৪ আগস্ট) সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এজন্য সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে দলটি।
আরও পড়ুন: চট্টগ্রামের লালদীঘি মাঠে ২২ জুলাই সমাবেশ করতে চায় জামায়াত
মঙ্গলবার (১ আগস্ট) জামায়াতের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে ডিএমপিতে একটি আবেদন জমা দেন।
চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার ১ আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি।
তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি পুলিশের কাছ থেকে শতাভাগ সহায়তা পাব।
এদিকে আবেদনটি গ্রহণ করেন ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার সৈয়দ শিমুল মোস্তফা।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ড্রেনে ফেলে দেওয়ার’ হুমকি দিল নূর
গণঅধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুর তার দলের নিবন্ধন না পাওয়ায় ‘নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ড্রেনে ফেলে দেওয়ার’ হুমকি দিয়েছেন।
মঙ্গলবার সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে নুর বলেন, ‘শ্রীলঙ্কায় কী হয়েছে তা দেখেননি? …আমাদের দেশে আপনাদেরকে ড্রেনে ফেলে দেওয়া হবে।’
তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি লাইভ ভিডিওতে নুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলতে শোনা যায় যে, ১০০ থেকে ১৫০ জন পুলিশের বিরুদ্ধে হাজার হাজার গণঅধিকার পরিষদের কর্মী রয়েছে।
আরও পড়ুন: নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা
তিনি সতর্ক করে বলেন,‘এটিকে একটি ট্রায়াল হিসাবে মনে করুন, ফাইনাল ম্যাচে যে কেউ আমাদের সামনে আসলে তাদেরকে ফুটবলের মতো উড়িয়ে দেব।’
রেজা কিবরিয়াকে নূরের অনুগত দল আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার পর গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়।
রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন দলের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক কেন্দ্রীয় নেতা রয়েছে। নির্বাচন কমিশনকে নূরের আপিলের অনুমোদন না দেওয়ার জন্য বলেছিল। কারণ তারা নূরকে তাদের নেতা বলে মনে করে না। তারা আরও বলেছে যে নূরের নেতৃত্বাধীন উপদল দলীয় নথিতে বর্ণিত শর্ত লঙ্ঘন করেছে। দলের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।
আরও পড়ুন: রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদ থেকে অপসারণ
দলীয় তহবিল আত্মসাৎ এবং স্বৈরাচারী পদ্ধতিতে দল পরিচালনার অভিযোগ ওঠার পর নূর ও রেজার মধ্যে বিরোধ বেড়ে যায়।
এদিকে, নূরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা-কর্মী ‘কেন্দ্রীয় নেতাদের অনৈতিকতা ও নীতি লঙ্ঘনের’ প্রতিবাদে পদত্যাগ করেছেন।
নুর অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেননি।
সম্প্রতি ‘প্রায় ১৭ মাসের ভাড়া দিতে বকেয়া থাকার’কথা উল্লেখ করে মালিক দলটির কার্যালয়ে তালা ঝুলিয় দিলে নুর অফিসে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
১৪ দলের বাম শরিকরা রাষ্ট্রীয় সফরে চীন গেলেন
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা চীন সফরে গেছেন।
সোমবার দুপুরে দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইন্সে চীনের কুনমিংয়ের উদ্দেশে রওনা হন তারা।
চীন সফরকারী বামপন্থী দলগুলোর এ প্রতিনিধিদলে আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, রাশেদ খান মেনন এমপি, দিলীপ বড়ুয়া, ফজলে হোসেন বাদশা এমপি, লুৎফুন নেসা খান এমপি।
এছাড়া সফরে হাসানুল হক ইনুর সফরসঙ্গী হিসাবে চীন সফর করছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম স্বপন ও কুষ্টিয়া জেলা কমিটির সহ-সভাপতি আহামেদ আলী।
বামপন্থী রাজনৈতিক নেতা আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন।
আরও পড়ুন: ২টি সংবাদমাধ্যমকে ‘সরকারের দালাল’ বললেন নুর
তারা এ সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠকে মিলিত হবে।
এ সফরের প্রাক্কালে গতকাল রবিবার সন্ধ্যায় চীনের রাষ্ট্রদূত সফরকারী নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। আজ দুপুরে নেতাদেরকে বিদায় জানাতে চীনা দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৬ ঘণ্টার অনশন
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার (২৪ জুলাই) রাজধানীতে ছয় ঘণ্টার অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
সোমবার (২৪ জুলাই) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিরোধী দলের এক দফা দাবি মেনে নিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে এ কর্মসূচির আয়োজন করেন দলের সদস্যরা।
আরও পড়ুন: পাল্টা কর্মসূচি দিয়ে আ. লীগ দেশে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বেলা ১১টায় প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, যৌবনে মাতৃভূমির মুক্তির জন্য লড়াই করা বীর মুক্তিযোদ্ধারা এখন খালেদা জিয়ার মুক্তি এবং এক দফা আন্দোলনে সমর্থন জানিয়ে সরকারের পতনের দাবিতে এখানে দিনব্যাপী অনশন শুরু করেন।
তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের কথা বললেও এ সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে এবং মানুষের কণ্ঠস্বরকে দমন করেছে।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘গণতন্ত্র ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। পাকিস্তানিরা আমাদের অধিকার দিতে চায়নি। সেই অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছি।’
বিকাল ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মুক্তিযোদ্ধাদের অনশন ভাঙতে পানি পান করান।
এর আগে কর্মসূচিতে বক্তব্য রাখার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান ‘দখলকারী’ সরকার গণতন্ত্র ও জনগণের ভোট ও অন্যান্য অধিকার হরণ করে মুক্তিযোদ্ধাদের একটি গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নকে নস্যাৎ করেছে। আমরা মুক্তিযোদ্ধারা চাইনি জনগণের অধিকার ও গণতন্ত্রবিহীন এই বাংলাদেশ।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা দেশ ও জনগণের দুর্ভোগ ও উন্নয়ন নিয়ে ন্যূনতম মাথা ঘামাচ্ছেন না বলে ব্যাপক দুর্নীতি, লুটপাট ও বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করছেন।
এই বিএনপি নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তাদের দল বর্তমান ‘অগণতান্ত্রিক’ ও ‘অবৈধ’ সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছে।
আরও পড়ুন: সুজনের হাফিজ-বদিউলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: ২৫০ জনের বিরুদ্ধে মামলা
২টি সংবাদমাধ্যমকে ‘সরকারের দালাল’ বললেন নুর
গণঅধিকার পরিষদের একটি অংশের নেতা নুরুল হক নুর দেশের দুটি গণমাধ্যমকে সরকারের দালাল বলে অভিহিত করেছেন। নুর ও তার সমর্থকদের কার্যালয়ের ভাড়া প্রায় ১৭ মাস বকেয়া থাকায় ভবন মালিক তালা ঝুলিয়ে দিয়েছিল। নুর ও তার সমর্থক সেই তালা ভাঙার সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এর পরেই তিনি এই অভিযোগ করলেন।
সম্প্রতি একটি গণসমাবেশে ‘ডিবিসি নিউজ এবং সময় টিভিকে ‘সরকারের দালাল’ বলে অভিহিত করেন নুর।
তিনি আরও অভিযোগ করেন, অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে ‘বিএনপির নেতৃত্বে বিরোধী নেতাদের ক্রমাগত সমালোচনা করার মিশনে রয়েছে সময় টিভি।
আরও পড়ুন: নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করার হুমকি রেজা কিবরিয়ার
কয়েক দিন আগে, বেশ কয়েকটি গণমাধ্যম ভবন মালিকের বিবৃতি প্রকাশ করে বলেছিল। এতে বলা হয় নুর ও তার সমর্থকরা জায়গাটির জন্য ‘প্রায় ১৭ মাস ধরে ভাড়া পরিশোধ করেনি’। যার ফলে তাদের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল।
পরে নুর ও তার অনুসারীরা কলাপসিবল গেটের তালা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করলে মালিকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে নুরকে তার নিজের পাঞ্জাবি ছিঁড়ে পরে হাসপাতালে যেতে দেখা যায়।
গণমাধ্যমগুলোকে নিয়ে নুরের মৌখিক আক্রমণের বিষয়ে সিনিয়র সাংবাদিক গাজী নাসিরউদ্দিন খোকন বলেন, গণতন্ত্রে একটি সমৃদ্ধ প্রচার মাধ্যম নির্ভয়ে সরকার ও বিরোধী দল উভয়েরই সমানভাবে সমালোচনা করতে পারে। বিএনপি ও বিরোধীদের রক্ষায় নুরের এ ধরনের প্রতিক্রিয়া বাকস্বাধীনতার প্রতি তাদের নিজেদের অঙ্গীকারকে ক্ষুণ্ন করে।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
সিনিয়র এই সাংবাদিক বলেন, যদি তার কাছে প্রমাণ থাকে যে এই গণমাধ্যমগুলো ভুল তথ্য এবং বিভ্রান্তি প্রচার করেছে, তাহলে তিনি প্রতিবেদনের বিরুদ্ধে জবাব দিতেন।
তিনি বলেন, ‘যদিও নুর প্রায়ই বাকস্বাধীনতা খর্ব করার বিষয়ে সরকারের সমালোচনা করে, তবে সংবাদপত্রের উপর এই আক্রমণগুলো স্পষ্টভাবে তার ভণ্ডামিকে প্রকাশ করে।’
এর আগেও নুরের ‘পার্টির তহবিল আত্মসাৎ’এবং ‘স্বৈরাচারী পদ্ধতিতে’ পার্টি চালানোর বিষয়ে তার বিরোধীদের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ করলে তিনি মৌখিকভাবে আক্রমণ করেছিলেন।
গতকাল, নুরের দলের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ‘কেন্দ্রীয় নেতাদের অনৈতিকতা ও নীতি লঙ্ঘনের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১ নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেন।
আরও পড়ুন: নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৮ জুলাই বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা শহরগুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করবে দলটি। এ ছাড়া আগামী ১ আগস্ট ঢাকায় সমাবেশ করবে বলে জানানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমীর শফিকুর রহমানসহ আটক নেতা-কর্মীদের মুক্তি এবং দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দাবিতে সোমবার (২৪ জুলাই) রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
আরও পড়ুন: জামায়াত সম্পর্কে মার্কিন প্রতিবেদনের পর্যবেক্ষণের নিন্দা মানবাধিকার কর্মীদের
তিনি বলেন, একটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।
তিনি নির্বাচনী প্রার্থীদের আটকে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে সরকারের নির্বাচনের প্রস্তুতির সমালোচনা করেন।
তিনি বলেন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সমগ্র জাতি ঐক্যবদ্ধ।
এ ছাড়া তিনি নির্বাচন কমিশনের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে এমনভাবে প্রশাসনকে সাজানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামে মিটিং ও মিছিল করার জন্য দলের “স্বাধীনতার অভাব” ছিল বলে অভিযোগ করেন জামায়াতের এ নেতা।
তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে আটক করা হচ্ছে।
দেশে বিগত নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের ১৫ বছরের শাসনামলে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পাশাপাশি সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি।
তিনি বলেন, সম্প্রতি ঢাকা-১৭ উপ-নির্বাচনে সরকার প্রমাণ করেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আমীর আবদুর রহমান মুসা, সেক্রেটারি মুহাম্মদ রেজাউল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ রেজাউল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শুক্রবার সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত