���������
প্রখ্যাত ভাস্কর শামীম শিকদার মারা গেছেন
বাংলাদেশের কিংবদন্তি ভাস্কর শামীম শিকদার (৭০)মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিখ্যাত আর্ট কিউরেটর ও আর্টকন এর প্রতিষ্ঠাতা এআরকে রিপন ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একুশে পদক বিজয়ী এই ভাস্কর দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ১৯ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ৯ মার্চ তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তির আগে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং জাতীয় কার্ডিওভাসকুলার ডিজিজেসে ভর্তি করা হয়েছিল।
রিপন ইউএনবিকে জানান, বুধবার সকাল ১১টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে।
১৯৫২ সালের ২২ অক্টোবর ফরিদপুরে জন্মগ্রহণকারী শিকদার ১৫ বছর বয়সে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) ভর্তি হন। ২৩ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের লন্ডনের স্যার জন ক্যাস স্কুল অব আর্ট-এ চলে যান।
আরও পড়ুন: অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন
দেশে ফিরে এসে তিনি ১৯৮০ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদে একজন অনুষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি লন্ডনে ফিরে যান।
তিনি তার শৈল্পিক উদ্যোগ সংরক্ষণের জন্য সাত মাস আগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরে আসেন; তবে এরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
১৯৭৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ভাস্কর্য নির্মাণ করেন।
তিনি ১৯৯০ সালে ঢাবির টিএসসিতে ‘স্বোপার্জিত স্বাধীনতা' এবং ১৯৯৯ সালে ফুলার রোড এলাকায় 'স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্য নির্মাণ করেন।
শিকদার ১৯৭৪ সালে প্রধানমন্ত্রীর পুরস্কার, ২০০০ সালে একুশে পদকে পান এবং আরও অনেক পুরস্কারে ভূষিত হন।
মৃত্যুকালে তিনি লন্ডনে বসবাসকারী দুই সন্তান রেখে গেছেন।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন
অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব খালেকুজ্জামানের ছবিসহ একটি পোস্ট দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
যেখানে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী এম. খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’
এছাড়াও খবরটি ইউএনবিকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি জানান, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন খালেকুজ্জামান।
মঙ্গলবার বিকাল ৫টায় অভিনেতা এম. খালেকুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর কুর্মিটোলার একটি মসজিদে।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল বুধবার (১ মার্চ) বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আবু আলমের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এফবিসিসিআই তার অবদান সবসময় মনে রাখবে।
এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলম ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
এফবিসিসিআই জানিয়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ৬৯ এর গণঅভুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন: সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়, আলম সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
শিক্ষাজীবন শেষ করে তিনি মিডিয়া সেক্টরে ব্যবসা শুরু করেন।
চৌধুরী এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই)-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন ইসি সদস্য ছিলেন।
আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
এমপি মোসলেম উদ্দিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ
সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান আর নেই।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুপুর ১টা ৫০ মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর দ্বিতীয় জানাজা আজ এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথ উপজেলায় তার নিজের বাড়িতে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম খান ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন (বর্তমান সিলেট-২) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে পরাজিত হয়েছিলেন।
আরও পড়ুন: র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গোপালগঞ্জের আ.লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। রবিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তৃণমূল বিএনপির মহাসচিব আক্কাস আলী খান জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৫ মিনিটে স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুদা।
হুদা তার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে এবং অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ঢাকা-১ আসনের চারবারের সংসদ সদস্য, আইনজীবী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির শাসনামলে তথ্যমন্ত্রী (১৯৯১-১৯৯৬) এবং যোগাযোগমন্ত্রী (২০০১-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০১২ সালে হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনএফ নামে একটি নতুন দল গঠন করেন।
২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা রউফ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার বিকালে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: গোপালগঞ্জের আ.লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এমপি মোসলেম উদ্দিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যু আওয়ামী লীগের জন্য এক বিরাট ক্ষতি।
সংসদে শোক প্রস্তাবে অংশ নিয়ে তিনি বলেন, দলের প্রতি তার আন্তরিকতা ও কর্তব্যপরায়ণতা এবং দেশের প্রতি দায়িত্ব ছিল, এটা আওয়ামী লীগের জন্য বড় ক্ষতি।
প্রধানমন্ত্রী বলেন, জাতি তাকে চিরকাল মনে রাখবে। কারণ তিনি দল ও দেশের জন্য একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন।
৭৫ বছর বয়সী এই সংসদ সদস্য রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের সংসদ সদস্য মোশাররফ হোসেন, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ ও মশিউর রহমান রাঙ্গা বক্তব্য দেন।
শেখ হাসিনা বলেন, অসুস্থ থাকা সত্ত্বেও তিনি মোসলেম উদ্দিনকে চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি করেছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জের আ.লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির মধ্য দিয়ে উঠে এসেছেন এবং বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা তার আগের আন্দোলনে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তিনি যুদ্ধে অংশ নিয়েছিলেন।’
তিনি স্মরণ করেন, ১৯৭১ সালে অভিযানে মোসলেম উদ্দিন ও মহিউদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছিল।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে যারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে ছিলেন মোসলেম উদ্দিন। তিনি সব আন্দোলনে সক্রিয় ছিলেন।
অধিবেশনের শুরুতে সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তরিকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী।
পরবর্তীতে সংসদ সদস্যের মৃত্যুর কারণে প্রথা অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক তানজিম আনোয়ারের বাবার মৃত্যুতে ডিকাবের শোক
পররাষ্ট্রমন্ত্রীর বড়বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন
গোপালগঞ্জের আ.লীগ নেতা এমদাদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, চৌধুরী এমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: দুদু’র মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
সাংবাদিক তানজিম আনোয়ারের বাবার মৃত্যুতে ডিকাবের শোক
সাংবাদিক তানজিম আনোয়ারের বাবার মৃত্যুতে ডিকাবের শোক
সাংবাদিক তানজিম আনোয়ারের বাবা আনোয়ার হোসাইনের মৃত্যুতে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তানজিম আনোয়ার ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাবের সদস্য।
আরও পড়ুন:সুগন্ধা ট্রাজেডি: বছর পেরলেও থামেনি স্বজন হারানো পরিবারের শোক
এক শোক বার্তায় ডিকাবের প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়া তারা মরহুম আনোয়ার হোসাইনের আত্মার শান্তি কামনা করেন।
আনোয়ার হোসাইন ৭৮ বছর বয়সে শুক্রবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন প্রকার শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ যোহর রাজধানীর সোবাহানবাগ মসিজিদে অনুষ্ঠিত হবে। রবিবার দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে ময়মনসিংহের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: দুদু’র মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম আর নেই
বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক সোমবার ভোরে রাজশাহীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিএনপি নেতার ছোট ভাই আনিসার আলম জানিয়েছেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের তিনবারের সাংসদ আলম ভোর ৪টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিজনিত জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর বড়বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন
রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়।
তিনি ১৯৮৫ সালে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
বিকাল সাড়ে ৪টায় কয়পাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক আবদুর রহমান খান আর নেই
প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই