শিক্ষার্থীরা সমাবেশ, মানববন্ধন এবং একটি মিছিল করেছেন। অন্যদিকে শিক্ষকরা দাবি আদায়ে ক্যাম্পাসে আরেকটি মানববন্ধন করেন।
আরও পড়ুন: গ্রেপ্তার যুবক ‘সিরিয়াল রেপিস্ট’: র্যাব
২০১৭-১৮, ২০১৬-১৭ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ব্যানারে বিভিন্ন হল ও বিভাগের শত শত শিক্ষার্থী একটি প্রতিবাদ সমাবেশ করে। এছাড়া তারা একটি মিছিল বের করে। এটি ক্যাম্পাসের প্রধান প্রধান স্থানগুলো প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: হবিগঞ্জে প্রেমিকের সহযোগিতায় কলেজছাত্রীকে ‘গণধর্ষণ’
আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’ স্লোগান দেন।
পাশাপাশি ইতিহাস বিভাগের প্রায় ৩৫০ শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশে একটি মানববন্ধন করেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে একটি মানববন্ধন করে।
মানববন্ধনে যোগ দিয়ে ঢাবি ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘আমরা অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই। এধরনের ঘটনা মোটেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। আমরা আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের হুমকি সহ্য করবো না।’
তিনি এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ভিকটিম তাদের মেয়ের মতো।
‘আমরা দ্রুত ধর্ষকের শাস্তির দাবি করছি এবং আশা করছি সরকার যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিচার নিশ্চিত করবে,’ বলেন তিনি।
ধর্ষককে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ক্যাম্পাস এবং দেশব্যাপী প্রতিবাদ শুরু হয়। মঙ্গলবার রাত ৪টা ৫ মিনিটে ধর্ষক মজনুকে ঢাকার শেওড়া রেল ক্রসিং থেকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: নরসিংদীতে দুই বোনকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১