শুক্রবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা কমিটির সহযোগিতায় র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সদস্য সচিব মুহাম্মদ আল আমিন, ব্যবসায়ী, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার বিতরণ করা হয়।