রবিবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, মামলার বাদী ও আরও দুই সরকারি কর্মকর্তা আদালতে হাজির হলে এ আদেশ দেন হাইকোর্ট।
এছাড়া আদালতে জাহালমের আটকাদেশ বৈধতার ওপর জারি করা রুলের শুনানি হয়।
রুলের আরও শুনানির জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিনধার্য করেছেন আদালত।
‘৩৩ মামলায় ভুল আসামি জেলে: স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদের স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।
প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত।
প্রতিবেদনে বলা হয়, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ৩৩ মামলায় মূল অভিযুক্ত আসামি আবু সালেকের বদল তিন বছর ধরে জেল খেটেছেন পাটকল শ্রমিক জাহালম।