চট্টগ্রাম, ০১ সেপ্টেম্বর (ইউএনবি)- প্রশিক্ষণ সফরে অংশ নিতে ভারত ও শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’।
শনিবার বিকালে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে জাহাজটি।
এসময় চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তন বন্দরে এবং ১২ থেকে ১৬ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বো বন্দরে প্রশিক্ষণ সফরে অবস্থান করবে।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মনিরুজ্জামানের নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৮ জন নৌসদস্য এই সফরে অংশ নিচ্ছেন।
এ ধরনের মহড়ায় অংশগ্রহণ প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বহিঃর্বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। সফর শেষে জাহাজটি আগামী ২১ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবে।