এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রিসের বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি এথেন্সের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উৎসবমুখর পরিবেশে স্মরণ করেন বাংলা সাহিত্যের দুই পুরোধা ব্যক্তিত্বকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. দিমিত্রিও ভাসিলিয়াদিস। জাতীয় কবি নজরুলের জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ খালেদ।
রাষ্ট্রদূত জসীম উদ্দিন নতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুল সাহিত্য পাঠে আগ্রহী করে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি মুক্তিযুদ্ধে সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত রবীন্দ্র ও নজরুলের গানের উদ্দীপনাময় ভূমিকার কথা উল্লেখ করেন এবং বর্তমান বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও দারিদ্র দূরীকরণে তাদের চিন্তা ভাবনার প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলা সাহিত্যে নজরুল ও রবীন্দ্রনাথের অবদানের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের জাতীয় জীবনে এর তাৎর্পয সম্পর্কে আলোচনা করেন।
পরে দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথের সঞ্চালনায় কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরীসহ দূতাবাস পরিবারের সদস্যরা ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন দোয়েল একাডেমি ও দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।