যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশন চলার সময় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক এ হামলা চালায়।
ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট অনুমোদন করবে না।
এর আগে টুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে পরবর্তীতে সংঘর্ষ হলে তারা স্থায়ীভাবে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।
টুইটার একটা ভিডিওসহ তিনটি পোস্ট রিমুভ করতে বলেছে। ওই ভিডিওতে ট্রাম্প তার সমর্থকদের ঘরে ফেরার আহ্বান জানান। এছাড়া ভিডিওটিতে নির্বাচন নিয়ে তিনি বারবার মিথ্যাচার করেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪
টুইটার জানিয়েছে, ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো ডিলিট করা হয়েছে। যদি সেগুলো থাকে তাহলে তার অ্যাকাউন্টের নিষেধাজ্ঞা আরও বাড়ানো হবে।
এদিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম জানিয়েছে, তাদের দুটি নীতি ভঙ্গ করার কারণে আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্প কোনো পোস্ট দিতে পারবেন না। ফেসবুকের এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ কিছু বলেনি।
এদিকে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বুধবারের মৃত্যুর ঘটনায় ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেছেন, নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। মার্কিন ক্যাপিটল পুলিশের গুলিতে ওই নারী নিহত হন। বাকি তিনজন হাসপাতালে মারা যান।
যা ঘটেছিল ক্যাপিটল হিলে
দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক 'আমেরিকা বাচাও' নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।
কয়েক ঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে: সিইসি
পরবর্তীতে রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হলেও শত শত বিক্ষোভকারীকে রাজপথে জটলা পাকাতে দেখা গেছে।
দুপুরের পরই ওয়াশিংটনে নাটকীয় দৃশ্যে দেখা যায়- শত শত বিক্ষোভকারী ভবনটিতে ঢুকে পড়ছে আর পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে।
আরও পড়ুন: জো বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট
জো বাইডেন ঘটনাকে একটি 'বিদ্রোহ' বলে আখ্যায়িত করেন, আর ট্রাম্প একটি ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন।
এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদন করার জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়। এটি ছিল আমেরিকার সংসদের দুই কক্ষ- হাউস অফ রেপ্রেসেন্টেটিভ বা প্রতিনিধি সভা এবং সেনেট-এর যৌথ অধিবেশন।
আরও পড়ুন: মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রথম দিনেই তুলে নেবেন বাইডেন