ঢাকা-১৮ আসন উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমেরিকা চার-পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না। আমরা ইভিএমের মাধ্যমে চার-পাঁচ মিনিট থেকে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে কেন্দ্রে ঘোষণা দিয়ে দিই।’
নুরুল হুদা বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) আড়াই শ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এটা এখনও সমাধান করতে পারেনি। তাদের কেন্দ্রীয় কোনো নির্বাচন কমিশন নেই, কেন্দ্রীয়ভাবে নেই।’
আরও পড়ুন: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে ‘জালিয়াতি’ হয়েছে: বিএনপি
আমেরিকার উন্নত ভোটদান ব্যবস্থার প্রশংসা করে সিইসি বলেন, ‘সেখানে ব্যালট বাক্সগুলো খোলা রাখা হয়। কিন্তু বাংলাদেশে, আমি দেখেছি যে আমরা যখন নির্বাচনের উপকরণগুলো কোষাগারে রাখি, লোকেরা ভোট জালিয়াতি করে।’
তিনি বলেন, ‘তাই আমাদের জনগণ এবং সাংবাদিকদের আমেরিকা থেকেও শেখার অনেক কিছুই রয়েছে।’
‘উপনির্বাচন শান্তিপূর্ণ’
সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ উপনির্বাচনে ভোট কারচুপি বা অনিয়মের কোনো অভিযোগ না থাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সিইসি জানান।
তিনি বলেন, ‘আমি বিভিন্ন ভোটকেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ ছিল এবং ভোট কারচুপি বা অনিয়মের কোনো ঘটনা ঘটেনি।’
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, ‘ভোটার কম হওয়ার অনেক সমীকরণ থাকতে পারে। বিশেষজ্ঞরা এটা বিশ্লেষণ করে বলতে পারবেন।’
ভোট কারচুপি নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ নির্বাচন কমিশনে ভোট কারচুপি নিয়ে অভিযোগ করেনি।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বিএনপির অভিযোগ সঠিক নয়।’