টুইটার
প্রধানমন্ত্রীর কোনো টুইটার অ্যাকাউন্ট নেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম ইমরুল কায়েস ইউএনবিকে বলেছেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিসিয়াল অ্যাকাউন্ট হিসাবে একটি টুইটার অ্যাকাউন্ট ছড়িয়ে দেয়া হচ্ছে, যা মোটেও সত্য নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই।
তাই এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।
আরও পড়ুন: বীর নিবাস: অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ৫ হাজার বাড়ির চাবি তুলে দেন প্রধানমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: মার্কিন কর্মকর্তাকে প্রধানমন্ত্রী
১ বছর আগে
টুইটারের বহিষ্কৃত সিইও পরাগ আগরওয়াল পেতে পারেন ৪২ মিলিয়ন ডলার
টুইটারের বহিষ্কৃত ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল টুইটার ছাড়ার পরে ৪২ মিলিয়ন ডলার পাবেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোম্পানির নিয়ন্ত্রণ পরিবর্তনের এক বছরের মধ্যে যদি আগরওয়ালকে বরখাস্ত করা হয়,তাহলে তিনি আনুমানিক ৪২ মিলিয়ন ডলার পাবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক কোম্পানিটি কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের চুক্তি করে।
মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দায়িত্বে রয়েছেন এবং দায়িত্ব নেয়ার পরই সিইও পরাগ আগরওয়াল,সিএফও নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল ভিজায়া গাড্ডেকে বরখাস্ত করেছেন।
মাস্ক টুইটারের ব্যবস্থাপনায় তার বিশ্বাসের অভাব প্রকাশ করেছিলেন।
এনডিটিভির মতে, আগরওয়াল; যিনি টুইটারের পূর্ববর্তী সিটিও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন,গত বছরের নভেম্বরে সিইও নিযুক্ত হন।
২০২১ সালের জন্য তার মোট ক্ষতিপূরণ ছিল ৩০ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। যার বেশিরভাগই স্টক পুরষ্কারের মাধ্যমে এসেছিল।
২ বছর আগে
টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত
ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এরপরেই মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা ও এর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করেন। মাস্কের টুইটার কিনে নেয়ার চুক্তির সঙ্গে পরিচিত দুই ব্যক্তি বিষয়টি বৃহস্পতিবার রাতে জানান।
তবে তারা চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির সমস্ত কাগজপত্র স্বাক্ষরিত বা চুক্তিটি বন্ধ হয়েছে কি না তা বলেননি। কিন্তু তারা বলেছেন যে ইলন মাস্ক মাধ্যমটির দায়িত্বে আছেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও প্রধান আইনি পরামর্শদাতা বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন। চুক্তিটির সংবেদনশীলতার জন্য কেউই পরিচয় জানায়নি।
কয়েক ঘন্টা পরে মাস্ক টুইট করেন, ‘পাখিটিকে মুক্ত করা হয়েছে।’
২ বছর আগে
টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের
ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক হলে কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। বিষয়টি বৃহস্পতিবার মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
ইলন মাস্ক যে টুইটার কিনে নেয়ার প্রক্রিয়ায় আছেন, সে প্রক্রিয়ায় বেশকিছু বিনিয়োগকারীদের মাধ্যমটির সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানান। এ বিষয়টিকে কোম্পানিটির শুধু কঙ্কাল রেখে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনটিতে। সংবাদপত্রটি কিছু নথি ও নাম না প্রকাশ করা সূত্রের উদ্ধৃতি টেনে বিষয়টি উপস্থাপন করেছে।
টুইটার এবং মাস্কের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি অ্যালেক্স স্পিরোর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যদিও কোম্পানিটির হাতবদলে কর্মী ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে মাস্কের ভাবনা টুইটারের পরিকল্পনার চেয়ে অনেক বেশি চরম। মাস্ক নিজেই পূর্বে কোম্পানির কিছু কর্মীকে বাদ দেয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা বলেননি, অন্তত প্রকাশ্যে নয়।
পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন যে সহজভাবে বললে, ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
আরও পড়ুন: ইউক্রেনে স্যাটেলাইট নেটওয়ার্কের জন্য মার্কিন তহবিল চেয়েছেন ইলন মাস্ক
তবে আইভেস বলেন যে টুইটারের জনবলে এতো ঘাটতি কোম্পানিটিকে বেশ কয়েকবছর পিছিয়ে নেবে।
ইতোমধ্যেই বিশেষজ্ঞরা কন্টেন্টে পরিবর্তন ও তথ্য নিরাপত্তায় বিনিয়োগ ফিরিয়ে আনলে টুইটার ও এর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবে। মাস্ক যতটা কঠোরভাবে কমানোর পরিকল্পনা করছে এতে প্ল্যাটফর্মটি দ্রুত ক্ষতির মুখোমুখি হবে।
এপ্রিলে টুইটার কিনে নেয়ার জন্য চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিলেও মাস্ক পরবর্তীতে মাধ্যমটিতে ভুয়া অ্যাকাউন্ট না সরানোর অভিযোগ তুলে তা থেকে সরে আসে। তবে এ মাসে আবার তিনি প্রস্তাবে ফিরে আসেন।
আরও পড়ুন: ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
২ বছর আগে
সাইবার নিরাপত্তায় অবহেলা, অভিযোগ টুইটারের সাবেক নিরাপত্তা প্রধানের
টুইটারের সাবেক নিরাপত্তা প্রধান পিটার জাটকো মাধ্যমটির দুর্বল সাইবার নিরাপত্তাব্যবস্থার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে ভুল ব্যাখ্যা দেয়ার অভিযোগ তুলেছেন। ভুয়া অ্যাকাউন্ট যেগুলোতে মিথ্যা তথ্য ছড়িয়ে থাকে, তা সরানোর পদক্ষেপ নিতেও অবহেলা করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কাছে দাখিল করা এক অভিযোগপত্র থেকে জানা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমটিকে গুরুতর আইনি ও আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে টুইটার বেশি করে চাইবে ইলন মাস্কের সঙ্গে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তিটি যাতে সম্পন্ন হয়। মঙ্গলবার কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য নিয়ন্ত্রক সংস্থাকে অভিযোগটি তদন্ত করতে বলেছেন।
পিটার অভিযোগটি যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন, ফেডারেল ট্রেড কমিশন এবং বিচার বিভাগের কাছে গত মাসে দাখিল করেন। অভিযোগের বিষয়ে পিটারের সঙ্গে কাজ করেছে আইনবিষয়ক অলাভজনক সংস্থা ‘হুইসেলব্লোয়ার এইড’। নিশ্চিত করে, ওয়াশিংটন পোস্ট অনলাইনে পোস্ট করা অভিযোগের একটি সংশোধিত অনুলিপির সত্যতা। পিটারের অভিযোগটি ওয়াশিংটন পোস্ট অনলাইনে ছেড়েছে এবং এর সত্যতা হুইসেলব্লোয়ার এইড নিশ্চিত করেছে।
আরও পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান উন্মোচন কর্মকর্তা জন টাই মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, ‘এটিই তাঁর (পিটার) জন্য শেষ আশ্রয় ছিল’। পিটারকে এবছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়।
পিটারের গুরুতর অভিযোগ হচ্ছে, টুইটার ২০১১’র এফটিসি (ফেডারেল ট্রেড কমিশন) শর্তাবলী লঙ্ঘন করে। টুইটার মিথ্যা দাবি করেছিল যে কোম্পানিটি এর ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে। পিটারের আরও অভিযোগগুলোর একটি হল, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোম্পানিটি প্রতারণা করেছে। ঠিক এ কারণেই ইলন মাস্ক চেষ্টা করছে টুইটার কিনে নেয়া থেকে পিছিয়ে আসতে।
এ ঘটনার পর মঙ্গলবার টুইটার ইনকরপোরেটেডের শেয়ার সাত শতাংশের বেশি কমেছে।
আরও পড়ুন: জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
২ বছর আগে
জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য ইলন মাস্কের রিট
টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসিকে আদালতের তলবের জন্য আইনি লড়াইয়ে নেমেছেন ইলন মাস্ক।
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেয়ার যে চুক্তি হয়েছিল তা বাতিলের আইনি পদক্ষেপ এটি। সামাজিক যোগাযোগমাধ্যমটি ভুয়া অ্যাকাউন্টের সংখ্যার তথ্য দিতে ব্যর্থ হলে মাস্ক এই সিদ্ধান্ত নেন।
কিন্তু টুইটার উল্টো আগেই মাস্ককে যোগাযোগমাধ্যমটি কেনার জন্য চাপ প্রয়োগ করতে মামলা করেছে।
আরও পড়ুন:৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
নিজেদের মধ্যে মীমাংসা করতে না পারলে এ বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে অবস্থিত এক আদালতে শুনানি শুরু হবে।
টুইটার আশা করছে, চুক্তিবদ্ধ শেয়ার প্রতি ৫৪ দশমিক ২০ ডলারের পক্ষেই বিচারক রায় দিবেন।
টুইটার জানিয়েছে, দৈনিক সক্রিয় অ্যাকাউন্টগুলোর মধ্যে পাঁচ শতাংশেরও কম হল বট অ্যাকাউন্ট। যা মূলত ভুয়া অ্যাকাউন্ট, প্রোগ্রামের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
আরও পড়ুন:টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
ইলন মাস্ক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য
২ বছর আগে
ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৩
ভারতের মধ্যপ্রদেশ সোমবার একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে ধর জেলার খালঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজের রেলিং ভেঙ্গে রাস্তা থেকে সরে গিয়ে নর্মদা নদীতে তলিয়ে যাওয়ার সময় চালক ও কন্ডাক্টর সহ ৪০ জনেরও বেশি লোক বাসটিতে ছিলেন।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হালকা বৃষ্টির মধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। সরকারি মালিকানাধীন বাসটি পাশের রাজ্য মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
তিনি বলেন, নদী থেকে প্রায় ১৩টি লাশ এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ অফিসার বলেছেন, দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
২ বছর আগে
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য সোমবার ৪৪ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে পৌঁছেছেন ইলন মাস্ক।
এর আগে ইলন মাস্ক জানিয়েছেন, বাক স্বাধীনতার প্ল্যাটফর্ম হিসাবে টুইটারের মালিকানা ব্যক্তি মালিকানাধীন হতে হবে।
মাস্ক টুইটারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছেন, তিনি স্বয়ংক্রিয় ‘স্প্যাম’ অ্যাকাউন্টগুলো থেকে পরিত্রাণ এবং আস্থা বাড়াতে জনসাধারণের জন্য এর অ্যালগরিদমগুলো উন্মুক্ত করার পর নতুন বৈশিষ্ট্যগুলোর সাথে পরিষেবাটিকে ‘আগের চেয়ে উন্নত’ করতে চান।
৫০ বছর বয়সী মাস্ক বলেন, টুইটার হচ্ছে একটি বিতর্কের ফোরাম। আমি আশা করি, আমার সবচেয়ে কড়া সমালোচকও টুইটারে থাকবে। কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা।
দুই সপ্তাহ আগে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটার কিনে নেয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার।
পড়ুন: টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
২ বছর আগে
টুইটার বোর্ডে থাকছেন না ইলন মাস্ক
পূর্ব ঘোষণা অনুযায়ী টেসলার ব্রান্ডের সিইও ইলন মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদে (বোর্ড) যোগ দিচ্ছেন না। যদিও এখনও টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার তিনি।
টুইটারের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়াল এই বিষয়ে টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। যেটা সাইটটিকে বিজ্ঞাপন-মুক্ত করা সহ টুইটারে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২১ সালে টুইটারের আয়ের প্রায় ৯০ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে।
টেসলার কর্মীদের কাছে পাঠানো একটি পুনঃপোস্ট করা নোটে আগরওয়াল লিখেছেন, ‘বোর্ডে ইলনের অ্যাপয়েন্টমেন্ট আনুষ্ঠানিকভাবে ৪/৯ তারিখে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইলন ওইদিন সকালেই জানিয়েছেন তিনি বোর্ডে যোগ দিবেন না৷ আমি বিশ্বাস করি এটা ভালোকিছুর জন্য করা হয়েছে।’
আরও পড়ুন: বাইডেন-মোদি ভার্চুয়াল বৈঠক আজ
আগরওয়াল লিখেছেন, ‘টুইটার বোর্ড ইলনকে কোম্পানির একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিশ্বাস করে, যেখানে তাকে সমস্ত বোর্ড সদস্যদের মতো, কোম্পানির এবং আমাদের সমস্ত শেয়ারহোল্ডারদের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে, এটি ছিল এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ।’
রাত সাড়ে ৯ টায় মাস্ক গোলাকার চোখ ও মুখের উপর একটি হাতসহ একটি ইমোজি টুইট করেছেন। এটি সাধারণত বিব্রত বা মৃদু হাসির জন্য ব্যবহৃত হয়, কখনও কখনও ‘উফ!’ অর্থে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত বলেন নি।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত হওয়ার পরও লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ইমরান খানের
২ বছর আগে
২২ টি ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত
‘জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বিষয়’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে লক্ষাধিক ভিউসহ ২২টি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত সরকার।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, দেশের তথ্য প্রযুক্তি আইন, ২০২১-এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে,২২টি ইউটিউব-ভিত্তিক নিউজ চ্যানেল ছাড়াও তিনটি টুইটার অ্যাকাউন্ট, একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং একটি নিউজ ওয়েবসাইট ব্লক করা হয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারালো ক্ষমতাসীন জোট
ব্লক ইউটিউব চ্যানেলগুলোর ২৬০ কোটিরও বেশি দর্শক সংখ্যা ছিল। এগুলো জাতীয় নিরাপত্তা, ভারতের বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বিষয়ে ভুল তথ্য ছড়ানো এবং সামাজিক মিডিয়াতে সমন্বিত বিভ্রান্তি ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছিল।
২২টি ইউটিউব চ্যানেলের মধ্যে ১৮টি ভারতীয় এবং চারটি পাকিস্তানভিত্তিক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতি অনুসারে, এই চ্যানেলগুলো ভারতীয় সশস্ত্র বাহিনী এবং জম্মু ও কাশ্মীরের মতো বিভিন্ন বিষয়ে ভুয়া খবর পোস্ট করতে ব্যবহৃত হয়েছিল। এছাড়াও চ্যানেলগুলোতে কিছু ভারত-বিরোধী বিষয়ও ছিল।
আরও পড়ুন: পাকিস্তানের শীর্ষ আদালতে আগাম নির্বাচন নিয়ে শুনানি
ব্লক করা ভারতীয় ইউটিউব চ্যানেলগুলো নিউজ অ্যাঙ্করদের ছবিসহ কিছু টিভি নিউজ চ্যানেলের টেমপ্লেট এবং লোগো ব্যবহার করছিল, যাতে দর্শকদের সহজে বিভ্রান্ত করা যায় ভুয়া সংবাদটি সত্য।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে, এটাও দেখা গেছে ভারত-বিরোধী ভুয়া খবর পাকিস্তান থেকে উদ্ভূত হয়েছিল।
এর আগে জানুয়ারিতেও ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য’ ১৩০ কোটিরও বেশি ভিউসহ ৩৫টি পাকিস্তান-সমর্থিত ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত সরকার।
২ বছর আগে