ঢাকা, ০৮ জানুয়ারি (ইউএনবি)- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘যেহেতু আমি শিল্প সেক্টরের লোক, আমারও কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই সেক্টরকে এগিয়ে নিতে চাই। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে কাজ করা দরকার সেটাই করবো।’
মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গোলাম দস্তগীর গাজী। এসময় নতুন মন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়াও করেন সদ্য বিদায়ী মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক।
এসময় গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, ‘তিনি (মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক) আমাকে এসে উনার চেয়ারে নিজেই বসিয়ে দিয়েছেন। উনারা যে কাজ রেখে গেছেন সে কাজের ধারাবাহিকতা রক্ষা করে আমি আমার কাজ চালিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘নতুন প্রজন্ম আমাদের দিকে চেয়ে আছে। আমাদের এখানে কর্মক্ষেত্র এবং অর্থক্ষেত্র দুটোই চ্যালেঞ্জ। তাদের জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। এ সেক্টরে বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে। কিভাবে বিনিয়োগে আকৃষ্ট করা যায় সেই চেষ্টা থাকবে।’