বূধবার শ্রীমঙ্গলের ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ এর সদস্য মো.কাউছার ইকবাল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত সোমবার দিনব্যাপী ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৮টি ব্রোকার হাউজ অংশ নেয়।
পঞ্চম নিলামে শুরুতেই ইউনিটি ব্রোকার্স-এর নিলাম ডাক দিয়ে নিলামের কার্যক্রম শুরু হয়।
জানা গেছে, চায়ের প্রথম নিলামে চা ওঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি পাতা। পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা ওঠে।
পঞ্চম নিলামে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র চা বাগান মালিক ও বিভিন্ন চা বাগানের পরিচালক, ব্যবস্থাপক এবং টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস অ্যাসোসিয়েশন নেতারা অংশ নেন।