আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে রাশিদা বেগম ন্যান্সি বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র পদে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন।
ন্যান্সির প্রার্থিতা নিশ্চিত হওয়ায় তাকে নিয়ে পৌরসভাজুড়ে শুরু হয়েছে নতুন করে ভোটের হিসাব-নিকাশ।
ছাতক পৌরসভায় এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী ছাড়াও অরাজনৈতিক ব্যক্তিরাও মেয়র পদে নির্বাচন করেছেন। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদ ছাড়া মেয়র পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারই প্রথম এ পদে নারী প্রার্থী থাকায় তাকে নিয়ে আলোচনা চলছে পৌরসভাজুড়ে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: মাগুরায় কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ
এবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
রাশিদা বেগম ন্যান্সি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি সিলেট কমিউনিকেটিভ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন, ছাতক কার্যকরী কমিটির সহ-প্রচার সম্পাদিকা ও প্রয়াস সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ন্যান্সি ২০০৯ সালে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন:অনিয়মের অভিযোগে চালনা পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
বিএনপি ঘরানার রাজনীতিতে সম্পৃক্ত ন্যান্সি আধুনিক পৌরসভা বিনির্মাণের লক্ষ্যে আসন্ন নির্বাচনে মেয়র পদে লড়তে চান।
তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী এবং ছাতকের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের মেয়ে।
আরও পড়ুন; সুনামগঞ্জে ৩ পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী ঘোষণা
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র আবুল কালাম চৌধুরী পৌর শহরের বাগবাড়ী গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত, ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সারা দেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী এসব পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয় ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।