রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমন কেউ কি আছেন যিনি বলতে পারবেন বিএনপি অথবা ঐক্যফ্রন্টের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে?’
এসময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনাও করেন।
নানক বলেন, ‘তিনি কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের অনুপস্থিতির বিষয়ে বলেছেন। যেসব আসনে হাইকোর্ট বিএনপির প্রার্থীদের অবৈধ ঘোষণা করেছেন সেখানে কীভাবে বিএনপির এজেন্ট থাকবে?’
তিনি বলেন, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়ে বিএনপি ‘রাজনৈতিক দেউলিয়াত্বের’ প্রমাণ দিয়েছে।
আওয়ামী লীগ নেতা বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। ‘ভোটাররা শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন,’ বলেন তিনি।