স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়িয়া এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মার ডিপোতে বিকাল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন:পাবনায় মাইক্রোবাস ও এক্সকাভেটরের সংঘর্ষে নিহত ২
অপসোনিন ফার্মা পাবনার ডিপো ইনচার্জ সৈয়দ আবু ওয়াহিদ বলেন, বিকাল ৪টার দিকে হঠাৎ করেই আগুন লাগে। আমরা তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস ও পুলিশকে জানাই। অপসোনিন ফার্মা, অপসো স্যালাইন ও অপসোনিন এগ্রোর মালামাল এই ডিপোতে মজুদ ছিল। এখান থেকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়ায় ওষুধ সামগ্রী বিপণন করা হয়। প্রাথমিকভাবে আমরা ৬ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছি।
পাবনা দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. দুলাল মিয়া বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পাবনা ও আটঘরিয়ার মোট ৫টি ইউনিট মিলে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভেতরে দাহ্য পদার্থ কিছু থাকতে পারে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
আরও পড়ুন:পাবনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড; ৩ জনের যাবজ্জীবন
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় উৎসুক জনতাকে সরিয়ে দেই যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। সেইসাথে দমকল বাহিনীকে সহযোগিতা করি। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডিপোর ভেতরে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন:পাবনায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত