নিহতরা হলেন- শাহ বাবু (৩৭) ও তার মেয়ে বৃষ্টি খাতুন (১২)।
তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও ছেলে সাগর (৩)।
সড়ক দুর্ঘটনায় খুলনায় কলেজ শিক্ষক নিহত
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, দুর্ঘটনার সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ করে সিমেন্ট বোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়।
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দেশের সড়ক দুর্ঘটনা পরিস্থিতি
দেশের সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা গত নভেম্বরে কিছুটা বেড়েছে। মাসজুড়ে সংঘটিত ৪১৭ দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা রোড সেফটি ফাউন্ডেশন নামে এক সংস্থার ৫ ডিসেম্বর প্রকাশিত নতুন প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
কুষ্টিয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ৩১৪ দুর্ঘটনায় ৩৮৩ জন নিহত হন।
গত নভেম্বর মাসে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। এ ধরনের ১২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪১ জন। যা মোট নিহতের ৩২.১১ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনা মোট ঘটনার ৩০.৬৯ শতাংশ।