আগুন
মুন্সীগঞ্জে স মিলে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকায় একটি স মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মিলের বিভিন্ন যন্ত্রপাতি ও কাঠসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে পঞ্চসার এলাকার জিসান স মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
১ দিন আগে
কক্সবাজারে নোঙর করা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১
কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।
যাত্রী তোলার জন্য কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা দ্য আটলান্টিক ক্রজ নামের জাহাজে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে।
নিহত নূর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা ও জাহাজটির স্টাফ ছিলেন। তিনি জাহাজে ঘুমন্ত ছিলেন বলে জানা গেছে।
বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ বলেন, ‘সকাল ৭টার দিকে আমরা খবর পেয়ে এখানে আসি। তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, নোঙর করা অবস্থায় জাহাজটিতে আগুন লাগে। সেটি তখন সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে জাহাজে কোনো পর্যটক ছিল না।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা থাকা ছিল প্রায় ১৮০ জন যাত্রীর। তারা বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হয়। যাত্রীদের নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে। এ ঘটনায় তদন্ত দল গঠন করা হয়েছে।
৩ দিন আগে
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৪ দিন আগে
গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১০ বসতঘর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার আবদার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, সকালে শ্রমজীবী মানুষ কলকারখানায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টিনশেডের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। তবে ফায়ার সার্ভিস আসার আগেই বসত ঘরের অর্ধেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তারা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন বলেন, ভোরে একটি তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং ১০টি ঘরে আগুন লাগে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নূরুল করিম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তদন্তের পর আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে বলে জানান তিনি।
৭ দিন আগে
আড়াই ঘণ্টা পর ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় পুরান ঢাকার ইসলামবাগের বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকার ওই আগুন নিয়ন্ত্রণে আসে।
সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর ১টা ৩০ মিনিটের এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের ছয়টি ইউনিট।
তখন আনোয়ারুল ইসলাম বলেছিলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে দুটি করে মোট ৬টি ইউনিট কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট সেখানে যাচ্ছে।
তবে আগুনের ভয়বহতা বিবেচনায় ওই তিন ইউনিটের পর আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
১৩ দিন আগে
ভয়াবহ আকার নিয়েছে ইসলামবাগের আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকার একটি বহুতল ভবনে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের ছয়টি ইউনিট।
তখন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে দুটি করে মোট ৬টি ইউনিট কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট সেখানে যাচ্ছে।
তবে আগুনের ভয়বহতা বিবেচনায় ওই তিন ইউনিটের পর আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
১৩ দিন আগে
সাভারে পার্কিং করা বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মেহেরুল ইসলাম।
তিনি বলেন, সাভার ফায়ার সার্ভিস ১০টার দিকে আগুনের খবর পায়। পরে ১০টা ৬ মিনিটের দিকে এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণও নিদিষ্ট করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটির মালিক আজহারুল ইসলাম এবং চালকের নাম জুলমন। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
১৬ দিন আগে
নোয়াখালীতে টার্মিনালে থাকা বাসে আগুন
নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাসটির ভেতরের কয়েকটি আসন পুড়ে যায়। এ সময় বাসটির দরজা-জানালা বন্ধ ছিল। ভেতরে কোনো লোকজন ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাপুর পৌর বাস টার্মিনালে থাকা সোনাপুর-সুবর্ণচর রুটে যাতায়াতকারী সুবর্ণ সার্ভিসের একটি বাসের ভেতর থেকে আগুন দেখতে পান। তখন টার্মিনাল ও আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির সহকারী জানান যে, তিনি অগ্নিকাণ্ডের কিছু সময় আগে একটি মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান।
ওসি জানান, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে নিজের ধারণার কথা জানান তিনি।
১৭ দিন আগে
৭ ঘণ্টার চেষ্টায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
প্রায় সাত ঘণ্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন তা পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ভবনটি থেকে মোট ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রচুর ধোঁয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজ-সংলগ্ন ওই ভবনটির নিচতলার ঝুট কাপড়ের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
১৭ দিন আগে
কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৫ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে আগুন লেগেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, জমেলা টাওয়ার নামে ওই বহুতল ভবনের নিচতলায় আগুন লেগেছে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুলাম চৌধুরী জানান, ভবনটির নিচ তলায় ঝুট কাপড় ও তৈরি পোশাকের গোডাউন থেকে আগুল লাগে। বর্তমানে ফায়ার সর্ভিসের ১৫টি ইউনিট কাজ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
১৭ দিন আগে