আগুন
চট্টগ্রামে বেডিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কালুরঘাটে কাদের বেডিং নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার জুট-ফাইবার প্রক্রিয়াজাতকরণ কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কালুরঘাট এবং চান্দগাঁও স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে নগরীর চন্দনপুরা এবং বায়েজিদ স্টেশন থেকে আরও ৪টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফায়ার সার্ভিস এখনও কাজ করছে।
আরও পড়ুন: কুমিল্লায় স্টাফ বাসে আগুন
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, সকালে কালুরঘাট বিসিক এলাকায় কাদের ট্রেডিং নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরবর্তীতে আগুন পুরো কারখানা ছড়িয়ে পড়ে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
মাদক সেবনে বাধা দেওয়ায় মুদি দোকানির গায়ে আগুন
মাদক সেবন করতে নিষেধ করায় নড়াইলে এক মুদি দোকানির গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আগুনে আব্দুর রহমান নামে ওই দোকানির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ডিসেম্বর) দুপুরে নড়াইল শহরতলীর কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
ভূক্তভোগী ও তার স্বজনরা জানায়, নড়াইল সদর উপজেলার কমলাপুর গ্রামের মাজেদ মোল্যার ছেলে আব্দুর রহমান তাদের বাড়ির পাশে নবনির্মিত রেললাইন লাগোয়া একটি ছোট্ট মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছে।
একই গ্রামের কওসার মোল্যার ছেলে হেলাল আব্দুর রহমানের দোকানের পাশে গিয়ে বিভিন্ন সময় মাদক সেবন করে। দোকানি আব্দুর রহমান হেলালকে তার দোকানের আশপাশ থেকে সরে অন্যত্র গিয়ে মাদক সেবন করতে বলায় হেলাল এতে ক্ষুদ্ধ হয়ে এর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে।
এরই এক পর্যায়ে শুক্রবার সুযোগ বুঝে হেলাল আব্দুর রহমানের দোকানে চড়াও হয়ে তার গায়ে পেট্রোল ছুঁড়ে দেয়। আগুন ধরিয়ে দিয়ে আব্দুর রহমানের কাছে থাকা দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সরে পড়েন।
এসময় আব্দুর রহমানের আর্ত চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় স্টাফ বাসে আগুন
দিনাজপুরে চালের ট্রাকে আগুন
কুমিল্লায় স্টাফ বাসে আগুন
কুমিল্লায় জিহান ফুটওয়ারের স্টাফ পরিবহনে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
বৃহস্পতিবার সকালে নগরীর উনাইসারে এ ঘটনা ঘটে।
বাসের চালক মো. আনিস বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। এ সময় খেয়াল করেন বাসে আগুন জ্বলছে। কোনো রকমে বাস থেকে বের হন তিনি।
তিনি আরও বলেন, সে সময় একজনকে দৌড়ে পালাতে দেখেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে কাউকে চিহ্নিত করতে পারেননি।
জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: দিনাজপুরে চালের ট্রাকে আগুন
চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
রাজধানীর বাড্ডায় বাসে আগুন
রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, বুধবার সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে বাসে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৮টা ১২ মিনিটে পুলিশের পাহারায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় বাসে আগুন
রাজধানীর খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন
বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে ৫ দোকান ও ১২টি অটোরিকশা
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচ দোকান ও ১২টি অটোরিকশা।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: শনিবার রাতে ঢাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই আগুনে গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা এবং পাশের আরও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল বাশার বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঢাকার আশুলিয়ায় বাসে আগুন
গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন
২৪ ঘণ্টায় ৩টি গাড়ি পুড়েছে: ফায়ার সার্ভিস
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৩টি গাড়ি পোড়ানোর ঘটনা রেকর্ড করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের উপ-পরিচালক শাহজাহান শিকদার জানান, ঢাকায় একটি বাসে আগুন দেওয়া এবং গাইবান্ধা ও শেরপুরে একটি করে ট্রাক পোড়ানো হয়েছে।
তিনি আরও জানান, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ২৫ জন সদস্য নিয়োজিত ছিলেন।
আরও পড়ুন: অক্টোবরের শেষ থেকে হরতাল-অবরোধে ২৫৩টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস
২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৫৬টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে অবরোধ ও হরতাল চলাকালে ২৫০টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এসব ঘটনায় ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৩টি অন্যান্য যানবাহন পোড়ানো হয়। ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আরও পড়ুন: ৩ দিনে ১১টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে: ফায়ার সার্ভিস
চট্টগ্রামে বাসে আগুন: ছাত্রদলের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
বিএনপি- জামায়াতের চলমান অবরোধে চলাকালে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং চালক ও হেলপারের গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার মামলায় ছাত্রদলের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
আরও পড়ুন: আমানসহ ৪৫ জনের বিচার শুরু, রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গ্রেপ্তারেরা হলেন- মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) ও মো. রায়হান।
উপপুলিশ কমিশনার জানান, গত ৩ ডিসেম্বর রাত আনুমানিক ১০টায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগের নেতৃত্বে গ্রেপ্তারেরাসহ আরও ১০/১২ জন খুলশী থানার দামপাড়ার সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে অবরোধের সমর্থনে মশাল মিছিল শুরু করে।
তিনি জানান, এসময় পুলিশ লাইন্স আবাসিক গেট সংলগ্ন রিলাক্স বাস কাউন্টারের সামনে অবস্থানরত একটি বাস ভাঙচুর করে এবং বিস্ফোরক পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির চালক তারেক ও হেলপার নাজিম উদ্দিন গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়। তারা বর্তমানে বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার হৃদয় মশাল দিয়ে বাসে আগুন দেয়; নাজির শরীফ ও রায়হানসহ অন্যান্য আসামি মশাল মিছিলে অংশগ্রহণসহ বাস ভাঙচুর করে।
তবে পুলিশ তাদের কোন দলীয় পদ পদবী উল্লেখ করেনি।
গ্রেপ্তার হৃদয় জানায়, বাসে আগুন দেওয়ার সময় তার বাম হাত আগুনে পুড়ে যায়। তার হাতে আগুনে পোড়ার সেই ক্ষত দৃশ্যমান।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তাদের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনায় বাসচালক ও হেলপার হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলাচল বন্ধ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে খুলশী ও চান্দগাঁও থানা এলাকা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে ছাত্রদল নেতাকে খুঁজে না পাওয়ায় ক্রীড়াবিদ ভাই গ্রেপ্তার
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
গ্রেপ্তার আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী (৩৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোকদম দপ্তরী (৪৫) এবং দুর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ (২৫)।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ কুরিয়ার সার্ভিসের চলন্ত কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও ভেতরে থাকা কিছু মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন
দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি থানার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, মধ্যরাতে কেন্দ্রীয় টার্মিনালে পার্ক অবস্হায় বাসটির দরজা-জানালা বন্ধ করে বাইরে গিয়েছিলেন হেলপার। কিছু সময়ের মধ্যে বাসটিতে আগুন জলতে দেখতে পান টহল পুলিশের সদস্যরা।
তিনি আরও বলেন, ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।
ফরিদ হোসেন বলেন, বাসটিতে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছেন তারা। তবে অবরোধ আহ্বানকারী কর্মীরা সুযোগ বুঝে বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকালে ঘটনাস্হল পরিদর্শন করেছেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা পৌর শহরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।
উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রবিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে পৌঁছালে কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন
চট্টগ্রামে ২টি বাসে আগুন, হেলপার আহত
নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন