রবিবার বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান অধিগ্রহণ করা ১৫ জন জমির মালিকের হাতে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।
দুই দিনে ৫২ জন জামির মালিকের হাতে ৮৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। রবিবার ক্ষতিপূরণ হিসেবে একজন জমির মালিক দুই লাখ ৭৮ হাজার টাকার চেক পেয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে ভূমি অধিগ্রহণের টাকা
এর আগে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের টাকার চেক বিতরণ কার্যক্রম চালু করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান জানান, খানজাহান আলী বিমান বন্দরের জন্য রামপালের কয়েকটি মৌজা থেকে তিন দফায় ৫২৯ ও ৯৭ এবং ২.৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়। বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকিদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হচ্ছে।
আরও পড়ুন: দ্রুততম রায়: বাগেরহাটে শিশু ধর্ষকের যাবজ্জীবন
চেক হাতে পাওয়ার পর রামপালের বিভিন্ন এলাকার জমির মালিকরা জানান, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা ক্ষতিপূরণের চেক হাতে পেয়েছেন। চেক পেতে কাউকে টাকা পয়সা দিতে হয়নি। টাকার চেক পেয়ে তারা খুশি।
জমির মালিকদের মধ্যে নাসির উদ্দিন নামের একজন জানান, তার জমি অধিগ্রহণ বাবদ তিনি দুই লাখ ৭৮ হাজার টাকার চেক পেয়েছেন। এই চেক পেতে কোনো টাকা বা টেবিলে ধর্না দিতে হয়নি।
আরও পড়ুন: বাগেরহাটে পাখি প্রজণন খামার, সালফার কাকাতুয়ার মূল্য প্রায় ৮ লাখ
উল্লেখ্য, খুলনা-মোংলা মহাসড়কের পাশে বাগেরহাট জেলার রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বাগেরহাট জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ বিভাগ জানায়, খানজাহান আলী বিমানবন্দরের জন্য প্রথম ১৯৯৪-৯৫ অর্থবছরে ৯৭ দশমিক ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়।
আরও পড়ুন: বাগেরহাট জেলা ‘করোনামুক্ত’: সিভিল সার্জন
দ্বিতীয় দফায় ২০১৬-১৭ অর্থবছরে রামপাল উপজেলার ধলদাহ, ঝালবাড়ি, চাচুরী, গোবিন্দপুর, হোগলডাংগা, দেবীপুর, বামনডহর এবং বড় নবাবপুর গ্রামের ৫২৯ একর জমি অধিগ্রহণ করা হয়। এসব জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের জন্য মোট ১৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে এক হাজার ২৫০ জন ভূমি মালিককে ক্ষতিপুরণ হিসেবে ১০৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর।