নিহত ওই শিশুর মা রিয়া মনি গার্মেন্টস অপারেটর পদে আর তার বাবা আজিবুর পাশের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার শালিখা দেওগ্রামে।
জানা যায়, নগরের কাশিমপুর বারেন্ডা এলাকার মিতালী গ্রুপের বেবি কেয়ারে মঙ্গলবার সকালে গরম পানিতে দগ্ধ হয় আয়েশা। বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
শিশুটির স্বজনদের অভিযোগ, কারখানায় কর্মরত শিশুটির মায়ের সাথে ওই বেবি কেয়ারের দায়িত্বে থাকা কর্মচারী আরিফার সম্প্রতি বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার রেশ ধরেই শিশু আয়েশার মাথায় গরম পানি ঢেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারখানা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, শিশুটির ময়নাতদন্ত করা হবে এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।