মঙ্গলবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় স্কুলছাত্রী শিমলা হত্যাকাণ্ডে একজনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় আসামি মো. মাহাবুব রহমান ফকির আদালতে উপস্থিত ছিলেন। তিনি ডুমুরিয়া উপজেলার মো. রোস্তম আলী ফকিরের ছেলে।
অপরদিকে এ মামলার অন্য আসামি মো. মুরাদ গাজীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুকনগরে তিন ব্যক্তি মাদক বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে মাহাবুব ফকিরকে আটক করে।
আরও পড়ুন: খুলনার ‘ভূতের বাড়ি’ নতুন সাজে সেজেছে
স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং জিজ্ঞাসাবাদ শেষে অপর আসামি মুরাদ গাজীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই মুক্ত রায় চৌধুরী ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া তাদের দুজনকে আসামি করে ২০১৯ সালের ২৫ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আটজনের সাক্ষ্য শেষে আদালত আজ আসামির বিরেুদ্ধে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় মাদক মামলায় ২ জনের কারাদণ্ড