করোনা পরিস্থিতি মোকাবিলায় ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন ট্রাক, কাভার্ড ভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি ও পচনশীল পণ্যবাহী পরিবহন চলার অনুমতি রয়েছে। তবে, পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশনা রয়েছে। একইসঙ্গে, ২৬ মার্চ থেকে টানা ১০ দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এ সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
কিন্তু, এর মধ্যে বিভিন্ন ধরনের ছোট গাড়িতে করে নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অনেকে। সরকারি আদেশ অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুসংখ্যক ছোট পিকআপ ভ্যান ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। যেগুলোতে যাত্রী বহন করা হচ্ছে।
স্বল্পদূরত্বের যাত্রীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে এসব পিকআপ ভ্যানে চড়ে গাদাগাদি করে আরিচা, পাটুরিয়া, তরা, বানিয়াজুরীসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। কিছু কিছু যানবাহনে ‘জরুরি কাজে নিয়োজিত’ স্টিকার লিখে যাত্রী বহন করা হচ্ছে। এছাড়া ঢাকা থেকেও ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে আরিচা, পাটুরিয়া, মানিকগঞ্জে যাত্রীরা আসতে থাকেন।
ঢাকা থেকে আসা পোশাক কারখানায় কাজ করা এক দম্পতি জানান, ১০ দিনের ছুটি পাওয়ায় তারা শিশুসন্তানকে নিয়ে ঢাকার আশুলিয়া থেকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবাহা গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে সাভারের নবীনগর থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে একটি ট্রাকে করে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন তারা। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশের সদস্যরা ট্রাকটি জব্দ করে। পরে, এই দম্পতিসহ অন্যান্য যাত্রীরা পায়ে হেঁটে পাটুরিয়ার দিকে রওনা হন।
অন্য যাত্রীরা বলছেন, সংক্রমণের ভয় থাকলেও তারা নিরুপায় হয়ে এসব যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। আর চালকরা জানায়, গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা জানলেও পেটের দায়ে তারা চালাচ্ছেন।
তবে খবর জানার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। পাশাপাশি ট্রাফিক পুলিশ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করায় অন্তত ১০টি পিকআপ ভ্যান জব্দ করে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) গোলাম আম্বিয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি ও পচনশীল পণ্যবহনকারী ট্রাক বা কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রের গাড়ি যথারীতি চলাচল কবে। এছাড়া সব ধরনের গণ পরিবহন বন্ধ থাকবে। এই নির্দেশ অমান্য করলে আইনের আওতায় আনা হচ্ছে।