বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে বিপুল পরিমাণ স্টেশনারীজ পণ্য, গাড়ির টায়ার ও ইলেকট্রিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল নিয়ে পাবনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই ট্রাকটি। এসময় হঠাৎ ট্রাকটির পেছনের অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ট্রাকে থাকা আনুমানিক ৮ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
পুড়ে যাওয়া ট্রাকটি মহানগর ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের হয়ে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের কাছে পণ্য পরিবহন করে থাকে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।