খেলাধুলা
হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে পৌঁছে গিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তারপরও রেকর্ড ভাঙা-গড়ার খেলায় একের পর এক একে অপরকে টেক্কা দিয়ে চলেছেন।
মঙ্গলবার রাতে লাতিন আমেরিকা পর্বের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি আরও দুটি অ্যাসিস্টসহ মোট ৫ গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো।
বলিভিয়ার বিপক্ষে এটি ছিল মেসির ক্যারিয়ারের ৫৮তম হ্যাটট্রিক, দেশের জার্সিতে যা দশম। এতেই পর্তুগিজ মহাতারকার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড (৯) ভেঙে সেদিন অনন্য উচ্চতায় ওঠেন তিনি। এর তিন বছরের মধ্যে তাকে ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।
অবশ্য ১০ম হ্যাটট্রিকের দেখা পেতে ১৯১ ম্যাচ খেলা লাগে রোনালদোর, মেসির সেখানে লাগল ১৮৯ ম্যাচ।
আরও পড়ুন: পর্তুগালের জয়ের রাতে ইতিহাস গড়লেন রোনালদো
তবে আন্তর্জাতিক গোলসংখ্যায় মেসির চেয়ে অনেক উপরে রয়েছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২১৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন তিনি, যেখানে এই ম্যাচের পর ১৮৯ ম্যাচে ১১২ গোল হলো মেসির। ব্যক্তিগত সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের তালিকায় এ দুজনই সবার উপরে। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তাদের পরে রয়েছেন ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।
এদিকে, ক্যারিয়ার হ্যাটট্রিকেও মেসির চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। মেসির ৫৮ হ্যাটট্রিকের জায়গায় রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৬৬টি। তবে পেশাদার ফুটবলে তাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন আরও তিন ফুটবলার। ১৪১টির বেশি হ্যাটট্রিক নিয়ে এই তালিকায় সবার উপরে জার্মানির এরভিন হেলমশেন, ১০১টির বেশি হ্যাটট্রিক করেছেন অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান এবং ১০০টির বেশি হ্যাটট্রিক রয়েছে হাঙ্গেরির ফেরেঙ্ক ডিকের।
এছাড়া, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি হ্যাটট্রিক করলেন মেসি। এর ২টিই বলিভিয়ার বিপক্ষে, অন্যটি ইকুয়েডরের বিপক্ষে।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
এদিনের ম্যাচের পর ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া।
দিনের অপর ম্যাচে রাফিনিয়ার জোড়া পেনাল্টির পর পেরুকে ৪-০ গোলে হারিয়ে সমান সংখ্যক ম্যাচে ৫টি জয় ও একটি ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তাদের চেয়ে এগিয়ে থাকায় তিনে রয়েছে উরুগুয়ে। ইকুয়েডরের বিপক্ষে এদিন গোলশূন্য ড্র করেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
৪২৫ দিন আগে
ইংল্যান্ডের কোচ হলেন টুখেল
গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে একের পর এক কোচের ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জন চলছিল। এসবের মধ্যে থেকে টমাস টুখেলের ওপরই আস্থা রাখল ইংলিশ ফুটবল ফেডারেশন (এফএ)।
বুধবার (১৬ অক্টাবর) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে টুখেলকে নিয়োগ দেওয়ার কথা জানায় এফএ।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেড় বছরের চুক্তিতে ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়েছেন ৫১ বছর বয়সী এই জার্মান কোচ। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বছরে ৫০ লাখ পাউন্ড (৫ মিলিয়ন) পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চলতি বছরের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে ইংল্যান্ডের কোচের পথ থেকে সরে দাাঁড়ান গ্যারেথ সাউথগেট। তার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল দলটি। এই সময়ে অন্তর্বতীকালীন কোচ হিসেবে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডকে দিশা দেখাচ্ছেন লি কার্সলি। তবে চলতি সপ্তাহে তিনিও জানান, ইংল্যান্ডের জন্য এমন একজন কোচ দরকার যার বড় শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে।
গত কয়েকদিন ধরে থ্রি লায়ন্সদের দায়িত্ব নিতে পেপ গার্দিওলার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে গুঞ্জন চলছিল। এর মাঝে টুখেলের নামটি উঠে আসে হঠাৎ করে। তবে গুঞ্জন সত্যি করে তিনিই বসছেন ইংল্যান্ডের ডাগআউটে।
ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হচ্ছেন টুখেল। তার আগে ইংল্যান্ডের বাইরে থেকে দলটির দায়িত্ব সামলেছেন মাত্র দুজন- সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।
তবে ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন টুখেল। ৬ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ২০০৭ সালে ৩৪ বছর বয়সেই কোচিংয়ে নাম লেখান তিনি। এরপর বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর ম্যানেজার ছিলেন তিনি।
চেলসির দায়িত্ব নিয়ে ইংলিশ ফুটবলের অভিজ্ঞতা অর্জন করেন এই জার্মান। ২০২১ সালের জানুয়ারিতে ক্লাবটির দায়িত্ব নিয়ে ওই মৌসুমেই চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এনে দিয়ে তাক লাগিয়ে দেন টুখেল। তবে বেশিদিন দীর্ঘায়িত হয়নি তার চেলসি ক্যারিয়ার। পরের বছরই চেলসির দায়িত্ব ছেড়ে জার্মানিতে পাড়ি দেন তিনি।
বায়ার্নের কোচ হয়ে নতুন অধ্যায় শুরুর মৌসুমেই বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয় তার দল। তবে তার পরের বছর এক যুগের মধ্যে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জিততে ব্যর্থ হয় বায়ার্ন। পাশাপাশি তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে টুখেলের দল। ফলে বায়ার্ন মিউনিখ থেকেও ছাঁটাই করা হয় তাকে। এরপর থেকে অবসরেই ছিলেন এই কোচ।
এবার জাতীয় দলের মাধ্যমে শুরু হচ্ছে তার নতুন পথচলা। তবে ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে।
১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতেনি ইংল্যান্ড। সাউথগেটের অধীনে পরপর দুবার ইউরোর ফাইনালে উঠেও হারতে হয়েছে তাদের। ফলে দারুণ সব প্রতভাধর ফুটবলারে ঠাসা দলটিকে কীভাবে তিনি পরিচালনা করেন, তা-ই দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।
৪২৫ দিন আগে
সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা
আইনগত জটিলতা ও অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মাঝে নিজ ভূমিতে টেস্ট খেলে সাকিব আল হাসান বিদায় নিতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সংশয়ের মধ্যে তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
বুধবার (১৬ অক্টোবর) ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খালেদ আহমেদ ছাড়া সর্বশেষ ভারত সফরের স্কোয়াডের সবাইকে দলে রাখা হয়েছে।
ভারত সফর চলাকালেই সংবাদ সম্মেলন করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দেন সাকিব। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জরিমানার মুখেও পড়তে হয়েছে এই অলরাউন্ডারকে। ফলে তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা ছিলই।
আরও পড়ুন: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
তবে রবিবার সাকিবকে দেশে ফেরাতে সবরকম নিরাপত্তা দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে যারা বিক্ষোভ করছেন, তাদের ক্ষোভকে তিনি ‘আবেগের বহিঃপ্রকাশ’ হিসেবে বর্ণনা করেন। এর তিন দিনের মাথায় মিরপুর টেস্টের জন্য সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করল বিসিবি।
মিরপুরে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট সিরিজের প্রথমটি। এ উপলক্ষে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। এছাড়া, চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে আজই ঢাকায় এসেছেন টাইগারদের নতুন কোচ ফিল সিমন্সও।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
৪২৫ দিন আগে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান কোচ ফিল সিমন্স টাইগারদের সঙ্গে তার প্রথম দায়িত্ব পালনের জন্য ঢাকায় পৌঁছেছেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা সিমন্সের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছে, যা চলবে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ পর্যন্ত।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, জাতীয় দলের একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ববর্তী কোচ চান্দিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর সিমন্সকে বাংলাদেশের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তারা ওয়েস্ট ইন্ডিজ যাবে।
এদিকে, বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও ঢাকায় পৌঁছেছে।
দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় শুরু হবে আর দ্বিতীয় টেস্টটি ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে খেলা হবে।
আরও পড়ুন: বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
৪২৫ দিন আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।
সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে আর অক্টোবর ২৯ থেকে দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি।
ছয় ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমান পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, আট ম্যাচে তিন জয় নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম।
আরও পড়ুন: বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
তাই, আসন্ন সিরিজটি উভয় দলের জন্য পয়েন্ট টেবিলে তাদের অবস্থান উন্নত করার চমৎকার সুযোগ।
দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে মিরপুরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে, সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে বাভুমা ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
বাঁ হাতি পেসার ন্যান্ড্রে বার্গারকে প্রাথমিক দলে রাখা হলেও, ইনজুরির কারণে তিনি বাংলাদেশ সফর মিস করছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে লুঙ্গি এনগিডিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকান দল এরই মধ্যে ঢাকায় চলে এলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। ভারতের বিপক্ষে ব্যর্থ সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে। সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টিতেই পরাজিত হয়।
আরও পড়ুন: বিক্ষোভের হুমকি সত্ত্বেও সাকিবের নিরাপত্তার আশ্বাস সরকারের
৪২৫ দিন আগে
‘ধর্ষণ অভিযোগের’ তদন্তের মধ্যে এমবাপেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
বিপদ যেন পিছু ছাড়ছে না কিলিয়ান এমবাপের। আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একের পর এক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে চলেছেন এই ফরাসি তারকা।
লা লিগার চলতি মৌসুমের শুরুতে পেনাল্টি ছাড়া ওপেন প্লে থেকে গোল পেতে একরকম ব্যর্থ হওয়ায় সমালোচক ও প্রতিপক্ষ দলগুলোর সমর্থকদের সমালোচনার মুখে পড়েন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। এরপর চোটের ‘অজুহাত’ দেখিয়ে নেশন্স লিগে ফ্রান্সের হয়ে না খেলে রিয়ালের জার্সিতে মাঠে নেমে এবং পরে সুইডেনে নৈশক্লাবে সময় কাটিয়ে সমালোচনার জন্ম দেন তিনি। এবার ধর্ষণ অভিযোগের তদন্ত চলায় তাকে পড়তে হলো খোদ রিয়াল মাদ্রিদের খাঁড়ার নিচে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। আন্তর্জাতিক বিরতিতে ছুটি পেয়ে সেদিন সুইডেন গিয়েছিলেন এমবাপে। সেখানে তিনি যে হোটেলে ওঠেন, সেখানে নাকি তার অবস্থানকালে ধর্ষণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: এমবাপ্পের অনুপস্থিতিতে চুয়ামেনির নেতৃত্বে মাঠে নামবে ফ্রান্স
সুইডেনের সংবাদপত্র আফ্টনব্লাডেট সর্বপ্রথম ওই ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আনে। তবে, অভিযুক্তের নাম খোলাসা করেনি তারা। এরপর আফ্টনব্লাডেটের বরাত দিয়ে রবিবার ফ্রান্সে খবরটি প্রচার করে ফরাসি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
এমবাপে ওই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা উল্লেখ না করে ঘটনাটি নিয়ে সুইডিশ পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এমবাপে পুলিশি তদন্তের আওতায় রয়েছে কি না, খবরে তাও স্পষ্ট করা হয়নি।
তবে, এ নিয়ে আরএমসির স্পোর্টের ওপর ক্ষোভ ঝাড়েন রিয়াল মাদ্রিদ তারকা। সোমবার এক্স পোস্টে তিনি ‘খবরটি ভূয়া’ বলে উল্লেখ করেন। কিন্তু তা সত্ত্বেও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি রিয়াল মাদ্রিদ।
৪২৬ দিন আগে
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে স্যার ফার্গুসনের
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অবশেষে সম্পর্কচ্ছেদ হতে চলেছে ক্লাবটির ইতিহাসের সেরা ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের। খরচ কমানোর অংশ হিসেবে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির মালিকদের অন্যতম অংশীদার স্যার জিম র্যাটক্লিফ।
ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘ ২৬ বছর (১৯৮৬-২০১৩) কোচিং করানোর পর থেকে ক্লাবটির বৈশ্বিক শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত ছিলেন ৮২ বছর বয়সী এই ফুটবলবোদ্ধা। তবে চলতি মৌসুম শেষে অবশেষে ইউনাউটেডের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তার।
শুভেচ্ছাদূত হিসেবে ইউনাইটেড থেকে প্রতি বছর ২৬ লাখ (২.৬ মিলিয়ন) পাউন্ড করে পারিশ্রমিক নিতেন স্যার ফার্গুসন। পাশাপাশি ক্লাবের পরিচালকের পদেও ছিলেন এই কিংবদন্তি কোচ।
তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্যার র্যাটক্লিফ ইউনাইটেডের শেয়ার কেনার পর থেকে ক্লাবের খরচ কমানোর দিকে মনোযোগ দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবের আড়াইশ জনের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার স্যার ফার্গুসনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
অবশ্য স্যার জিম র্যাটক্লিফের সঙ্গে স্যার ফার্গুসনের সরাসরি আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
খেলোয়াড়দের উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাবের একটি সূত্র।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ব্রাইটনের কাছে হারল ইউনাইটেড
গত মাসে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ১১৩ মিলিয়ন পাউন্ড লোকসানে আছে, যা প্রিমিয়ার লিগের তিন বছরের লোকসান সীমার (১১৫ মিলিয়ন পাউন্ড) খুব কাছাকাছি।
এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মানতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
৪২৬ দিন আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ অংশ নিতে নিরাপদে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।
আগামী ১৭ অক্টোবর থেকে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত জাতির এই আঞ্চলিক নারী ফুটবলের আসর, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ নারী দল।
এ বিষয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষ্কার আকাশের পাশাপাশি খুব মনোরম আবহাওয়া বিরাজ করছে কাঠমান্ডুতে। দলের সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ ভালো (শারীরিক) অবস্থায় রয়েছে।
আজ থেকেই রিকভারি সেশন শুরু করার কথা রয়েছে দলের খেলোয়াড়দের।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: টাইব্রেকারে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাঠে কোনো ভারী সেশন রাখা হয়নি। তবে, সুইমিং পুলে হালকা রিকভারি সেশন করবে খেলোয়াড়রা।
এবারের আসরে তিন দলের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আর চার দলের গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও স্বাগতিক নেপাল।
আগামী ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ২০২২ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর একই সময়ে একই ভেন্যুতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।
বাংলাদেশ নারী দল:
রূপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), স্বপ্না রানী, সুমাইয়া মাতসুসিমা, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন (অধিনায়ক), তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, ইয়ারজান বেগম, মিলি আক্তার ও সাগরিকা।
৪২৬ দিন আগে
বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে, আসছেন ফিল সিমন্স
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে দুই বছরের চুক্তিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার দায়িত্বের মেয়াদ থাকলেও আগেভাগেই সরে যেতে হচ্ছে এই লঙ্কান কোচকে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে হাথুরুসিংহেকে বরখাস্ত করার কথা জানান বিসিবি সভাপতি ফারুক। পাশাপাশি তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।
সংবাদ সম্মেলনে ফারুক বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব।’
একইসঙ্গে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
‘দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ফিল সিমন্সকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন।’
আরও পড়ুন: ক্রিকেট অবকাঠামোতে বিনিয়োগের অভাব, বিসিবির সমালোচনায় তামিম
মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এমনকি চুক্তি নিয়ে বিসিবির সঙ্গেও তিনি অসদাচরণে জড়িয়েছিলেন।
এ বিষয়ে ফারুক বলেন, ‘দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলো একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেসব বিবেচনা করে আজকে আমরা তাকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।’
৪২৬ দিন আগে
বিপিএল: সিলেটে গেলেন মাশরাফি, মাহমুদউল্লাহ থাকছেন বরিশালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেটে খেলছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বরিশালে।
সোমবার বিপিএল প্লেয়ার্স ড্রাফট শেষে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে। এ আসরে নবাগত দল দুর্বার রাজশাহীসহ মাঠে নামবে সাতটি দল।
গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবার তাকে ধরে না রাখায় প্রাথমিকভাবে সিলেট স্ট্রাইকার্সে তিনি থাকবেন কি না এ নিয়ে সংশয় ছিল। পরে তাকে দলে নিয়ে নিল স্ট্রাইকাররা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে যোগ দিয়েছেন সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আরও পড়ুন: বিপিএলে সাকিবকে পাওয়া নিয়ে সংশয়ে রংপুর
সব দলই সরাসরি চুক্তি ও ধরে রাখা খেলোয়াড়দের নিয়ে দল গুছিয়ে নিয়েছে।
এবার স্থানীয় তারকাদের পাশাপাশি বেশ সংখ্যক আন্তর্জাতিক খেলোয়াড় বিপিএলে আসছেন।
এবারের আসরে অংশ নেবেন মঈন আলী, থিসারা পেরেরা, কাইল মেয়ার্স, ডেভিড মালান, জনসন চার্লস ও অ্যালেক্স হেলসের মতো তারকারা।
বিপিএল প্লেয়ার্স ড্রাফট অনুযায়ী কোন দলে খেলবেন কারা-
ঢাকা ক্যাপিটালস
মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব ও আমির হামজা।
চিটাগং কিংস
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।
দুর্বার রাজশাহী
এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, সাদ নাসিম ও লাহিরু সামারাকুন।
ফরচুন বরিশাল
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা ও নান্দ্রে বার্গার।
খুলনা টাইগার্স
মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান, ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি ও মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, নুরুল হাসান, মেহেদী হাসান, সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
৪২৭ দিন আগে