খেলাধুলা
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ জয়াবিক্রমা
আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার একাধিক ধারা ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমা।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আরেক খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার বিবরণ দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত আগস্ট মাসে জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনলেও বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির বিষয়টি প্রকাশ করে আইসিসি।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়াল আইসিসি
আইসিসির দুর্নীতিবিরোধী আইনে বলা আছে, কোনো ক্রিকেটার যদি জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে দ্রুত তা আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তাদের জানাতে হবে। তা না করলে বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
অপরাধের মাত্রা অনুযায়ী এই ধারা ভাঙার শাস্তি সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের নিষেধাজ্ঞা।
জয়াবিক্রমাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলেও প্রাথমিকভাবে ছয় মাসের শাস্তি স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, প্রথম ছয় মাস নিষেধাজ্ঞা চলাকালে নতুন করে আর কোনো অপরাধ না করলে বাকি সময়ের শাস্তি এড়াতে পারবেন তিনি। এতে করে আগামী বছরের ১ এপ্রিল থেকে ফের মাঠে ফিরতে পারবেন তরুণ এই স্পিনার।
আগস্টে জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। সে সময় অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়। ৬ থেকে ২০ আগস্টের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। শুরুতে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন।
আরও পড়ুন: বাংলাদেশের হারে ‘আইসিসির আইনকে’ কাঠগড়ায় তুললেন বিশ্লেষকরা
২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জয়াবিক্রমার। এরপর থেকে লঙ্কানদের জার্সিতে তিনি ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সর্বশেষ ২০২২ সালের জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন জয়াবিক্রমা। বাঁহাতি এই স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মে মাসে, বাংলাদেশের বিপক্ষে।
৪৩৮ দিন আগে
প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
ভিনিসিউস, বেলিংহ্যাম, এন্দ্রিক; এরপর কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামালেন কার্লো আনচেলত্তি, কিন্তু কোনোভাবেই প্রতিপক্ষের জাল খুঁজে পেল না রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। আর এর ফলে এক মৌসুমের বেশি সময় পরে অবশেষে হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার রাতে লিলের ঘরের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে জয়সূচক ও ম্যাচের একমাত্র গোলটি করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জনাথন ডেভিড। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক অসাধারণ সব সেভ করে রিয়ালকে কোনোভাবেই সমতায় ফিরতে দেননি ক্লাবটির ফরাসি গোলরক্ষক লুকা শেভালিয়ে।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগেও গত আসর অপরাজিত কাটানোর পর চলতি আসরে এর আগ পর্যন্ত অপরাজিত ছিল দলটি।
অপরদিকে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে প্রথম ম্যাচই জিতে দিনটি স্মরণীয় করে রাখল লিল। শুধু তাই নয়, ঘরের মাঠে কোনো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে এটিই প্রথম জয় ফরাসি ক্লাবটির।
কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ফেরায় এদিন তাকে শুরুর একাদশে রাখেননি রিয়াল বস কার্লো আনচেলত্তি। এর ফলে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করেন এই ব্রাজিলীয় তরুণ।
১৮ বছর ৭৩ দিন বয়সে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে শুরুর একাদশে থেকে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। এর ফলে তিনি ভেঙে দেন ১৯৯৫ সালে গড়া ক্লাবটির সাবেক অধিনায়ক রাউল গন্সালেসের রেকর্ড। আয়াক্সের বিপক্ষে মাঠে নামা ওইদিন তার বয়স ছিল ১৮ বছর ৭৮ দিন।
৪৩৯ দিন আগে
অবসর ভেঙে বার্সেলোনায় স্টান্সনি
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন পোলিশ গোলরক্ষক ভয়চিয়েখ স্টান্সনি। চলতি মৌসুমের বাকি সময়টুকুর জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বুধবার এক বিবৃতিতে সেজনিকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে বার্সেলোনা।
২০০৯ সালে ১৬ বছর বয়সে নিজ শহর ওয়ারশ ছেড়ে আর্সেনালের জার্সিতে পেশাদার ফুটবল শুরু করেন স্টান্সনি। সেখান থেকে এক মৌসুম ব্রেন্টফোর্ডে ও দুই মৌসুমে রোমায় ধারে খেলেন তিনি। এরপর ২০১৭ সালে পাড়ি জমান ইতালিতে।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
ইংল্যান্ডে থাকাকালে আর্সেনালের হয়ে দুটি এফএ কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন এই গোলরক্ষক। এর মাঝে ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা গোলরক্ষক হিসেবে ‘গোল্ডেন গ্লাভস’ জেতেন তিনি।
তবে ক্যারিয়ারের সেরা সময় তার কাটে ইউভেন্তুসে। তুরিনের ক্লাবটির হয়ে টানা তিন সেরি-আসহ আরও পাঁচটি ট্রফি জিতেছেন তিনি; হয়েছেন লিগসেরা গোলরক্ষকও।
ওল্ড লেডিদের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে গত মৌসুম শেষে তিনি ইউভেন্তুস ছেড়ে অবসরে যান। এরপর পোল্যান্ডের জার্সিতে ইউরো খেলে গত মাসে তিনি পেশাদার ফুটবলকে পুরোপুরি বিদায় জানান।
৪৩৯ দিন আগে
উয়েফাকে ‘মাফিয়া’ বলল ডর্টমুন্ড সমর্থকরা
চলতি মৌসুমে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের কারণে ব্যস্ততা বাড়ায় উয়েফার প্রতি অভিযোগের শেষ নেই ফুটবলারদের। এবার এ বিষয়ে সংস্থাটিকে অভিযোগের কাঠগড়ায় তুলল বরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠ জিগনাল ইদুনায় স্কটিশ ক্লাব সেল্টিককে আতিথ্য দেয় ডর্টমুন্ড। ম্যাচটি ৭-১ গোলে জিতে সেল্টিককে উড়িয়ে দিলেও ম্যাচ শুরুর আগে ঘটে এক অভাবনীয় কাণ্ড।
ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ আগে এক টিফো (বড় আকৃতির ব্যানার) প্রদর্শন করে কালো-হলুদের সমর্থকরা। এক পাশের গোলপোস্টের পেছনে থাকা ডর্টমুন্ড সমর্থকরা বিশালাকৃতির হরফে লেখা ওই টিফো প্রদর্শন করে, যাতে লেখা ছিল, ‘উয়েফা মাফিয়া।’
ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটিকে কেন তারা ‘মাফিয়া’ বলল, সে বিষয়টিও স্পষ্ট করেছে সমর্থকরা। এ সময় বড় টিফোর নিচে ছোট অথচ লম্বা ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিল, ‘খেলাটি নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের চিন্তায় রয়েছে শুধুই অর্থ।’
চলতি মৌসুম থেকে চারটি দল বাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগকে ৩৬ দলের প্রতিযোগিতায় পরিণত করেছে উয়েফা। পাশাপাশি, গ্রুপপর্ব থেকে প্রথম রাউন্ডকে বানানো হয়েছে লিগ পর্ব।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ইউরোপা লিগ, কনফারেন্স লিগসহ উয়েফার সব প্রতিযোগিতায়ই এসেছে এই পরিবর্তন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
এর ফলে গত মৌসুমগুলোর তুলনায় এবার উয়েফার প্রতিযোগিতায় অংশ নেওয়া একেকটি ক্লাবের মোট খেলা ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ক্লাবগুলোর সূচিতেও তাই এসেছে আরও কর্মচাঞ্চল্য।
এর ওপর আবার রয়েছে উয়েফা নেশন্স লিগ, বিশ্বকাপ বাছাই প্রভৃতির মতো আন্তর্জাতিক ফুটবল কর্মসূচি এবং বেশি দল নিয়ে শুরু হতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপ। ফলে দম ছাড়ার সময় পাচ্ছেন না ইউরোপীয় ক্লাবগুলোর খেলোয়াড়রা। এর নেতিবাচক প্রভাব পড়ছে ফুটবলারদের শরীরে।
মৌসুম শুরু না হতেই ইউরোপের ক্লাবগুলোর ফুটবলারদের চোটের লম্বা লাইন লেগেছে।
৪৪০ দিন আগে
বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’
লিগে টানা চার ম্যাচ জিতে দারুণভাবে মৌসুম শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে পরের তিন ম্যাচ টানা ড্র করে হতাশায় ডু্বতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে তার পরের ম্যাচে এসে বড় ব্যবধানে জিতে ফের জয়ের ধারায় ফিরেছে দলটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভাকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিন ম্যাচে অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন বার্সেলোনা ঘুরে ফের সিটিতে যোগ দেওয়া ইলকাই গুন্ডোগান। দ্বিতীয় দফায় সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এর সাত মিনিট পর জেরেমি দোকুর পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। এই গোলে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। ২০১৮-১৯ মৌসুম থেকে শুরু করে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের প্রতি মৌসুমে গোল করা মাত্র চতুর্থ খেলোয়াড়ের একজন তিনি। তিনি ছাড়া এই কীর্তি আছে শুধু বার্সেলোনার রবের্ট লেভানডোভস্কি, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং আতলেতিকো মাদ্রিদের আন্তোয়ান গ্রিজমানের।
দুই গোলের ব্যবধান নিয়ে বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে গোল পেয়ে যান আর্লিং হালান্ড। এর ফলে ৪১ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪২ গোল হলো এই স্কোরিং মেশিনের।
এরপর ৭৪তম মিনিটে চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন হালান্ডের বদলি হিসেবে নামা সিটির ২১ বছর বয়সী তরুণ উইঙ্গার জেমস ম্যাকাটি।
আরও পড়ুন: পিএসজিকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
এর ফলে দুই ম্যাচে একটি করে ড্র ও জয়ে চার পয়েন্ট সংগ্রহ করল ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট করে নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড ও ব্রেস্ত। তবে বুধবার রাতে দ্বিতীয় রাউন্ডের বাকি ম্যাচগুলোর পর টেবিলে পরিবর্তন আসতে পারে।
উল্লেখ্য, লিগ পর্বের নতুন ফরম্যাটের এবারের চ্যাম্পিয়ন্স লিগে টেবিলের প্রথম ৮ দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করবে। আর পরের ১৬ দলের মধ্যে প্লে-অফ খেলার মাধ্যমে বাকি আট দল নির্বাচিত হবে।
দিনের অপর খেলায় সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া ৪-০ গোলের জয় পেয়েছে ইন্টার মিলান এবং ২-০ ব্যবধানে পিএসজিকে হারিয়েছে আর্সেনাল। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ফরাসি ক্লাব ব্রেস্ত।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
৪৪০ দিন আগে
পিএসজিকে হারিয়ে জয়ে ফিরল আর্সেনাল
ছন্দে থাকা উসমান দেম্বেলেকে দলের বাইরে রেখে খানিকটা নাক উঁচিয়ে ইংল্যান্ডে খেলতে এসেছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে, কিন্তু ম্যাচে সেই দেম্বেলের অনুপস্থিতি ভালোভাবে ভুগিয়েছে তাকে। সেইসঙ্গে গোলরক্ষকের ভুলে ম্যাচ হেরে সব পরিকল্পনা বালির বাঁধের মতো ধসে গেছে দলটির।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল।
ম্যাচের ২০তম মিনিটে জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন কাই হাভার্টস। এর ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লন্ডনের ক্লাবটির ‘স্টার বয়’ বুকায়ো সাকা।
আরও পড়ুন: ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
এরপর দ্বিতীয়ার্ধে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েও পিএসজির খেলোয়াড়রা কাজের কাজ করতে ব্যর্থ হয়েছেন বারবার।
এদিকে দেম্বেলের পরিবর্তে মাঠে নেমে উইঙ্গার দিজাইরে দুয়েও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। ম্যাচর ৬৪তম মিনিটে তাকে উঠিয়ে রাদাঁল কোলো মুয়ানিকে মাঠে নামিয়েও ফল তুলতে ব্যর্থ হয়েছেন এনরিকে। ফলে স্কোরলাইন অপরিবর্তিত রেখে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে প্যারিসের ক্লাবটির।
প্রথম ম্যাচে জিরোনার বিপক্ষে ড্র করতে করতে শেষ সময়ের গোলে জিতে তিন পয়েন্ট আদায় করলেও দ্বিতীয় ম্যাচ হেরে সেই তিন পয়েন্টই সংগ্রহে থাকল পিএসজির। অন্যদিকে, আতালান্তার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচটি জিতে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে আর্সেনাল।
আরও পড়ুন: বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে সিটির ‘প্রথম’
দিনের অপর খেলায় সেল্টিকের বিপক্ষে ৭-১ ব্যবধানে জয় পেয়েছে ডর্টমুন্ড, বার্সেলোনা জিতেছে ৫-০ ব্যবধানে। এছাড়া নিজ নিজ ম্যাচে ৪-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। এ ছাড়াও ঘরের মাঠে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ের লেভারকুজেন, আর স্পোর্তিংয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্র করেছে পিএসভি আইন্ডহোভেন।
এর আগে, রেডবুল জালসবুর্গকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আরেক ফরাসি ক্লাব ব্রেস্ত।
৪৪০ দিন আগে
ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়
প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে নিজেদের ছায়া হয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়ে এল বার্সেলোনা। আর নিজেদের স্বভাবজাত ফুটবল খেলে ইয়াং বয়েজকে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাাঁড়াল দলটি।
অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সুইস ক্লাবটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
এদিন জোড়া গোল করেন হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে চলতি মৌসুমে উড়তে থাকা রবের্ট লেভানডোভস্কি। বাকি দুটি গোল করেন রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস এবং আত্মঘাতী গোল হিসেবে আসে পঞ্চম গোলটি।
ম্যাচজুড়ে বল দখলের লড়াই দাপট দেখায় বার্সেলোনা। ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে মোট ২০টি শট নেয় তারা, যার আটটি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ম্যাচজুড়ে মোট পাঁচটি শট একটি লক্ষ্যে রাখতে সমর্থ হয় ইয়াং বয়েজ, ওই শটটি থেকে গোল পেলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
তুলনামূলক দুর্বল দল পেয়ে ম্যাচের শুরুতেই ইয়াং বয়েজকে চেপে ধরে বার্সেলোনা। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল খোঁজেন লামিন ইয়ামাল, কিন্তু শটে জোর না থাকায় সহজেই বল তালুবন্দি করেন ইয়াং বয়েজ গোলরক্ষক মারভিন কেলার।
এরপর অষ্টম মিনিটে অসাধারণ দলীয় ফুটবল প্রদর্শন শেষে গোলের খাতা খোলে বার্সেলোনা। ডান পাশ থেকে গোলমুখে রাফিনিয়ার বাড়ানো নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই লক্ষ্যভেদ করেন রবের্ট লেভানডোভস্কি।
গোল খেয়ে আরও রক্ষণাত্মক খেলা শুরু করে ইয়াং বয়েজ। ফলে তাদের দুই স্তরের জমাট রক্ষণ ভেদ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল কাতালানদের।
৪৪০ দিন আগে
এবার ‘লিটল ম্যাজিশিয়ান’ ইনিয়েস্তার বিদায়
এক হাজারের বেশি ম্যাচ খেলে ৪০ বছর বয়সে অবশেষে চূড়ান্তভাবে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। পেশাদার ফুটবলের পাঠ চুকিয়ে এবার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চান মাঝমাঠের এই জাদুকর।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের ঘোষণা দেন এই প্রখ্যাত মিডফিল্ডার। তবে আজই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন না তিনি।
নিজের বিখ্যাত ৮ নম্বর জার্সির সঙ্গে মিলিয়ে আগামী ৮ অক্টোবর বিদায়ের ঘোষণা দেবেন এই ‘নাম্বার এইট’।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘শিগগিরই আসছে ৮.১০.২৪।’
লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোদের যুগে ফুটবলে আবির্ভুত হয়ে গাদা গাদা গোল না করেও ফুটবল বিশ্বের বিরল সম্মান ও সমীহ অর্জন করেন ইনিয়েস্তা।
আরও পড়ুন: ২১ বছর পর ব্যালন দ’র লড়াইয়ে নেই মেসি-রোনালদো
৪৪০ দিন আগে
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার সবুজ সংকেত
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ সরকারের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসতে রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি প্রোটোকল খতিয়ে দেখতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।
প্রতিনিধি দলে ছিলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশন্স ম্যানেজার, টিম সিকিউরিটি ম্যানেজার, সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট ও সাউথ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন প্রতিনিধি।
আরও পড়ুন: কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
এর আগে নিরাপত্তা শঙ্কায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ২১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে ১৬ অক্টোবর ঢাকায় পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা দল।
২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
৪৪১ দিন আগে
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
বৃষ্টিতে পরিত্যক্ত হতে হতেও প্রথম দিনের পর অবশেষে চতুর্থ দিনে এসে কানপুর টেস্টে খেলা গড়ালো মাঠে। সেঞ্চুরি করলেন মুমিনুল হক। বাংলাদেশ প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ২৩৩ রান।
চতুর্থ দিনে ১০২ রান করে লাঞ্চ বিরতিতে যান মুমিনুল। ফিরে এসে মাত্র ৫ রান যুক্ত করতে পারেন তার রানের খাতায়। অন্য ব্যাটাররা অল্প সময়ের মধ্যেই উইকেট বিলিয়ে দিয়ে সাজঘরে ফেরায় ১০৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় মমিনুলকে।
এটি মুমিনুলের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন: কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে অন্য ব্যাটসম্যানরা তেমন রান তুলতেই পারেননি।
৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে, এই ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন পরিত্যক্ত হয়।
আরও পড়ুন: নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে টাইগাররা
৪৪১ দিন আগে