বিশ্ব
সুদানে ভূমিধসে প্রাণহানি হাজার ছাড়াল
আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলের দারফুর প্রদেশে ভূমিধসে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে এলাকাটি নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী মন্তব্য করেছে, এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি প্রাকৃতিক দুর্যোগের ঘটনাগুলোর অন্যতম।
এক বিবৃতিতে সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি জানায়, কয়েকদিন ধরে তীব্র বৃষ্টিপাতের পর রবিবার (৩১ আগস্ট) মধ্য দারফুরের মারাহ পর্বতমালায় অবস্থিত তারাসিন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিবৃতি বলা হয়, প্রাথমিক তথ্যানুযায়ী কেবল একজন ছাড়া ওই গ্রামের সব বাসিন্দার মৃত্যু হয়েছে। তাই এক হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিবৃতি অনুযায়ী, পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে গেছে। বিদ্রোহী গোষ্ঠীটি লাশ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ বিতরণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
মারাহ পর্বতমালা হলো একটি দুর্গম আগ্নেয়গিরির শৃঙ্খল, যা রাজধানী খার্তুম থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) পশ্চিমে এবং এল-ফাশের থেকে দক্ষিণ-পশ্চিমে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পর্যন্ত বিস্তৃত।
এদিকে দেশটির ক্ষমতাসীন সার্বভৌম পরিষদ মারাহ পর্বতমালার ভূমিধসে ‘শত শত নিরীহ বাসিন্দার মৃত্যুতে’ শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ওই এলাকায় সহায়তার জন্য ‘সম্ভাব্য সব ধরনের সক্ষমতা’ কাজে লাগানো হচ্ছে।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মারাহ পর্বতমালার মাঝখানে সমতল হয়ে যাওয়া এলাকায় একদল উদ্ধারকারীকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে।
সুদানে ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটল। দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষ ও কঠোর বিধিনিষেধের কারণে দারফুরের সংঘাতপীড়িত অঞ্চলগুলোর বেশিরভাগই বর্তমানে জাতিসংঘ ও মানবিক সহায়তাদানকারী সংগঠনগুলোর জন্য কার্যত অগম্য হয়ে পড়েছে।
মানবিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সতর্ক করেছে, মারাহ পর্বতমালাসহ দরফুরের বহু এলাকা দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ ও বিচ্ছিন্নতার কারণে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে।
পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজারের বেশি
সুদান লিবারেশন মুভমেন্ট-আর্মি, যা মারাহ পর্বতমালা এলাকায় কেন্দ্রীয়ভাবে সক্রিয়। গোষ্ঠীটি দারফুর ও কোরদোফান অঞ্চলে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে অন্যতম হলেও চলমান যুদ্ধে কোনো পক্ষ নেয়নি।
এল-ফাশের বর্তমানে সেনাবাহিনী ও আরএসএফ-এর মধ্যকার ভয়াবহ সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর আশপাশের এলাকা থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য মারাহ পর্বতমালা একটি আশ্রয়কেন্দ্রে রূপ নিয়েছিল।
সুদানে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। দুর্ভিক্ষের কারণে অনেক পরিবার বেঁচে থাকার জন্য ঘাস খেতে বাধ্য হচ্ছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই যুদ্ধে জাতিগত হত্যাযজ্ঞ ও ধর্ষণের মতো ভয়াবহ নৃশংসতা ঘটছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, তারা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্ত করছে।মারাহ পর্বতমালা ৩ হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত একটি ইউনেস্কো স্বীকৃত বৈশ্বিক ঐতিহ্যবাহী স্থান। এটি আশেপাশের এলাকার তুলনায় শীতল ও বেশি বৃষ্টিপাতের জন্য পরিচিত।
দেশটিতে প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মৌসুমি বর্ষায় শত শত মানুষের মৃত্যু হয়ে থাকে। তবে সাম্প্রতিক ভূমিধসটি ছিল সুদানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি।
১০৪ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজারের বেশি
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০-তে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহতের সংখ্যাও তিন হাজার ছাড়িয়েছে। এ ছাড়া উদ্ধারকাজ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে দেশটির প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ।
তিনি বলেন, আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে, তাই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে।
ইউসুফ হাম্মাদ আরও জানান, ভূমিকম্পে কিছু এলাকায় ভূমিধস হয়ে সড়ক বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছানের জন্য বাকি সড়কগুলোও খুলে দেওয়া হবে।
রোববার (৩১ আগস্ট) রাতে আফগানিস্তানে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে, এর মধ্যে দুর্গম কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে।
ইউসুফ হাম্মাদ জানান, কুনার প্রদেশেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আহতদের হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ত্রাণ সংস্থাগুলো বলছে, দুর্গম ভূপ্রকৃতি ও ভেঙে যাওয়া সড়কের কারণে তাদের দলগুলো অনেক জায়গায় হেঁটে পৌঁছাতে বাধ্য হচ্ছে।
এদিকে, একের পর এক নিষেধাজ্ঞা, বিদেশি সহায়তা ফিরিয়ে নেওয়া, প্রতিবেশী দেশগুলো থেকে আফগানদের ফেরত পাঠানোসহ নানা সমস্যার ইতোমধ্যেই জর্জরিত ছিল তালেবান প্রশাসন। এরই মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির প্রশাসনকে আরও চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন কাবুলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, ভূমিকম্পটি যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, তা মোকাবিলায় বাইরের সহায়তা জরুরি।
সোমবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে তালেবানের প্রশাসনের মাধ্যমে নয়, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে যুক্তরাজ্য। এই জরুরি সহায়তা আমাদের অংশীদারদের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহায়তা করবে।
আফগানিস্তানের প্রয়োজন ও নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় সহায়তা দিতে চীনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৮০০ ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কাবুলে ইতোমধ্যে এক হাজার পরিবারের জন্য তাঁবু সরবরাহ করা হয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার থেকে ভারত আরও ত্রাণ পাঠাবে বলে আশ্বাস দেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো সোমবার সামাজিক এক্সে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে। তবে যুক্তরাষ্ট্র কোনো সহায়তা দেবে কিনা— এ ব্যাপারে প্রশ্ন করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য জানানো হয়নি।
১০৪ দিন আগে
‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গে বৈঠকে ‘প্রিয় বন্ধু’ শি
নিজ দেশে আয়োজিত বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পুরনো বন্ধু’ বলে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আবার বৈঠকের শুরুতে শি-কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে পুতিন বলেছেন, বেইজিং-মস্কো সম্পর্কে নজিরবিহীন উন্নতি ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই দুই নেতার মধ্যে বৈঠক শুরু হয়। এমন একটি সময়ে তাদের এই বৈঠক হচ্ছে, যখন এই দুই দেশেরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আর নানা চ্যালেঞ্জ চলছে।
আনুষ্ঠানিক আলোচনার পর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে একসঙ্গে চায়ের আড্ডায় বসার পরিকল্পনাও করেছেন তারা।
এর আগে, চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিয়েছিলেন শি ও পুতিন। আগামীকাল (বুধবার) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজেও একসঙ্গে অংশ নেবেন তারা।
আরও পড়ুন: চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
মঙ্গলবারের দ্বিপাক্ষীয় বৈঠকের আগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুখ উখনার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পুতিন ও শি। তৃণভূমি ও খনিজ সমৃদ্ধ স্থলবেষ্টিত এ দেশটি চীন ও রাশিয়ার মাঝে অবস্থিত। এই তিন প্রতিবেশি দেশের সম্পর্ক উন্নয়নে তাদের অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন পুতিন। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে পুতিনকে স্বাগত জানিয়েছিল মঙ্গোলিয়া সরকার।
রাশিয়া-চীন সম্পর্কের উন্নতি
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে। বিশেষত ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা বিশ্বে মস্কো যখন কোণঠাসা হয়ে পড়ে, সে সময় থেকে চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে।
ইতিহাস ঘাটলে দেখা যায়, এশিয়া যুদ্ধের সময় ব্যাপক একটা সময়জুড়ে নিরপেক্ষ অবস্থানে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে ১৯৩০-এর দশকে জাপানের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে সহায়তা দিয়েছিল সোভিয়েত। এরপর দ্বিতীয় বিশ্বেযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জাপান অধিকৃত চীনের উত্তর-পূর্বাঞ্চলে সেনা পাঠিয়েছিল সোভিয়েত।
এদিকে, ইউক্রেন যুদ্ধে কাগজে-কলমে নিরপেক্ষ অবস্থান নিলেও মস্কোর আগ্রাসনকে নিন্দা জানায়নি বেইজিং। বরং পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে গেছে, সে সময় মস্কোর সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে তাদের অর্থনীতি সচল রাখতে সহায়তা করেছে চীন। এমনকি রাশিয়াকে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে।
এসসিও সম্মেলনে শি-পুতিনের সঙ্গে একত্রিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দুই নেতার সঙ্গেই সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক শাস্তি মোদিকে চীন ও রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। যদিও চীনের সামরিক কুচকাওয়াজে থাকছেন না মোদি, তবে এসসিও সম্মেলনে এই তিন নেতার উপস্থিতি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
১০৪ দিন আগে
আফগানিস্তানে ভূমিকম্প: নিহত ৮০০ ছাড়িয়েছে, আন্তর্জাতিক সহায়তার আহ্বান তালেবানের
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এতে আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মহলে সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) এক বিৃবতিতে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পটি পাকিস্তানের সীমান্তঘেঁষা কয়েকটি প্রদেশে আঘাত হানে, এর মধ্যে দুর্গম কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি ভূমিধস ও বন্যার ঘটনাও ঘটেছে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, কুনার প্রদেশ ও নানগারহার প্রদেশে ৮১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার দূরত্ব এবং সেখানে পৌঁছানোর অসুবিধার কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তালেবান সরকার।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ওই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক মৃত্যু, আহত ১৫০০
ভূমিকম্পটি যেহেতু অগভীর ছিল, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
নুর গালে আহত ভাইকে সরিয়ে নেওয়ার সময় জাফর খান গোজার নামে এক তরুণ দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ঘরের দেওয়ালগুলো ধসে পড়েছে। অনেক শিশু নিহত হয়েছে, অন্যরা আহত হয়েছে।’
১০৪ দিন আগে
চীনে এসসিও সম্মেলন ও সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন কারা
চীনের বন্দরনগরী তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনের (এসসিও) দুই দিনব্যাপী সম্মেলন। দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন পুতিন-মোদিসহ আরও প্রায় ২০টি দেশের নেতারা।
এরপর বুধবার (৩ সেপ্টেম্বর) বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানেও ২০ জনের বেশি বিশ্বনেতা অংশ নেবেন।
এসসিও সম্মেলন কোথায় হচ্ছে, কারা অংশ নিচ্ছেন
বোহাই সাগরের তীরে চীনের বন্দরনগর তিয়ানজিনে এ বছর এসসিও সম্মেলনের আয়োজন হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরে দুই দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
২০০১ সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এটিই জোটটির সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে। বিভিন্ন দেশের ২০ জনের বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
এই নেতাদের মধ্যে রয়েছেন এসসিও সদস্যদেশ—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুসহ আরও কয়েকজন নেতার এ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের মহাসচিব কাও কিম হর্নও সম্মেলনে অংশ নেবেন।
সবাই কুচকাওয়াজে থাকছেন না
বেইজিংয়ে বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এবার প্রদর্শিত হবে চীনের সর্বাধুনিক দেশীয় অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে ১০০টিরও বেশি যুদ্ধবিমান এবং অসংখ্য ট্যাংক ও ক্ষেপণাস্ত্র।
এসসিও ফোরামের অনেক উচ্চপর্যায়ের অতিথি এক হলেও সামরিক কুচকাওয়াজে কিছু ভিন্নতা থাকবে।
ভারত, মিসর ও তুরস্কের নেতারা এসসিও সম্মেলনে থাকলেও কুচকাওয়াজে অংশ নেবেন না। তবে কায়রোর একজন নিম্নপদস্থ কর্মকর্তা দেশটির প্রতিনিধিত্ব করবেন।
অন্যদিকে, এসসিও সম্মেলনে না থাকলেও সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর মধ্যে দিয়ে ছয় বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন কিম।
আরও পড়ুন: চীনে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন কিম জং উন
২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই হবে বহুপক্ষীয় আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে তার প্রথম অংশগ্রহণ। তাছাড়া কিমের এ সফর ২০১৯ সালের পর চীনে তার প্রথম সফর হতে যাচ্ছে।
এমন একটি সময় শি, পুতিন ও কিম একসঙ্গে বসতে চলেছেন, যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা ক্ষোভ বেড়েই চলেছে। তিয়েনআনমেন স্কয়ারের এই বৈঠক পশ্চিমা বিশ্বে একটি স্পষ্ট ঐক্যের বার্তা দেবে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক।
কাগজে-কলমে নিরপেক্ষ অবস্থান নিলেও মস্কোর আগ্রাসনকে নিন্দা জানায়নি বেইজিং। এমনকি রাশিয়াকে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। এদিকে, উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সহায়তার জন্য সেনা পাঠিয়েছে।
এ ছাড়াও কুচকাওয়াজে যোগ দিচ্ছেন মিয়ানমারের সেনা সরকারপ্রধান মিন অং হ্লাইং। তিনি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তাছাড়া কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জিম্বাবুয়ের নেতারাও কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।
এই আয়োজনে অংশ নেওয়া একমাত্র ইউরোপীয় রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাশিয়া-ঘনিষ্ঠ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
১০৫ দিন আগে
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক মৃত্যু, আহত ১৫০০
আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ।
স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) এক বিৃবতিতে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কুনার প্রদেশে ৬১০ জন এবং পাশের নানগারহার প্রদেশে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দেড় হাজারের বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার দূরত্ব এবং সেখানে পৌঁছানোর অসুবিধার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বিবিসির এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ওই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
স্থানীয়রা জানান, ভূমিকম্পকেন্দ্রের কাছাকাছি ভূমিধস হয়েছে। এতে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং উদ্ধারকারীদের জন্য সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: ৮.৮ মাত্রার ভূমিকম্পে রাশিয়া, জাপানে সুনামি; দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সতর্কতা জারি
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।
তিনি বলেন, নিহত ও আহতদের সংখ্যা চূড়ান্ত নয়, কারণ কর্মকর্তারা এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করছেন।
ওই কর্মকর্তা আরও জানান, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। ফলে উদ্ধারকারী দলগুলোর ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে।
আফগানিস্তানের অন্তর্বর্তী প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, দুঃখের বিষয়, রোববার রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলীয় কিছু প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দারা উদ্ধার প্রচেষ্টায় নিয়োজিত আছেন। বাসিন্দাদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।
১০৫ দিন আগে
ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত
ইসরায়েলি বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ হুতি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা আহত হয়েছেন জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
পরে শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে হুতি সরকারের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের পরিচালিত সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি।
বৃহস্পতিবার হুতি-সমর্থিত একটি টেলিভিশন চ্যানেলে গাজায় চলমান পরিস্থিতি ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বে রেকর্ড করা একটি ভাষণ প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই বিমান হামলা চালায় ইসরায়েল। হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাধারণত এ ধরনের ভাষণ একত্র হয়ে দেখতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবইয়ান প্রদেশের বাসিন্দা সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আল-রাহাওয়ি। ২০১৪ সালে হুতিরা সানা ও দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ দখল করলে তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল-রাহাওয়ি।
নাম প্রকাশ না করার শর্তে তিন উপজাতীয় নেতা এপিকে জানিয়েছেন, সানার দক্ষিণাঞ্চলের বেইত বাওস গ্রামে একটি ভিলায় হুতি নেতাদের বৈঠক চলাকালে ওই হামলা চালায় ইসরায়েল।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী সানা এলাকায় ‘হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। পরে শনিবারে আরেক বিবৃতিতে আল-রাহাওয়িসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। নিহত হুতি নেতারা ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
গত সপ্তাহে হুতি-নিয়ন্ত্রিত তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। ২৪ আগস্টের ওই হামলার তিন দিন আগে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি বিদ্রোহীরা।
মূলত, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
এরপর এপ্রিলে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির সাবা প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হন।
পরে মে মাসে ট্রাম্প প্রশাসনের একটি সমঝোতা চুক্তি করে হুতিরা। ওই চুক্তির আওতায়, আকাশপথে হামলা বন্ধের বিনিময়ে লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করার কথা জানায় তারা।
তবে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন হুতি বিদ্রোহীরা।
১০৬ দিন আগে
কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৯ আগস্ট) হোয়াইট হাউজের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানা যায়।
নিয়মানুযায়ী সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার ৬ মাস সিক্রেট সার্ভিস নিরাপত্তা পেয়ে থাকেন। সেই হিসাবে গত ২১ জুলাই কমলার নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। তবে সবশেষ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দিতা করায় কমলার নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ট্রাম্প।
শুক্রবার (২৯ আগস্ট) ‘হোমল্যান্ড সিকিউরিটি’কে একটি চিঠি পাঠান ট্রাম্প। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা।
ট্রাম্প একজন রিপাবলিকান, আর বাইডেন ও হ্যারিস ডেমোক্র্যাট। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসকে পরাজিত করেছিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শুক্রবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে একটি নির্বাহী স্মারকলিপি জারি করা হয়। এর মাধ্যমে হ্যারিসের নিরাপত্তা বাহিনী ও নিরাপত্তা পরিষেবা বাতিল করা হয়েছে।
পড়ুন: ইউক্রেনে ৮২৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এই সেবা ২০২৬ সালের জুলাই মাসেই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা আগামী সপ্তাহের মঙ্গলবারই (২ সেপ্টেম্বর) শেষ হবে।
গত বছর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ওই সময়ে ট্রাম্পের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা সংঘটিত হয় এবং ওই সময়ে সিক্রেট সার্ভিস বর্তমান প্রেসিডেন্টকে (ট্রাম্প) রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
হ্যারিস ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সান ফ্রান্সিসকো জেলা অ্যাটর্নি। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী বছর তিনি গভর্নরের পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
১০৮ দিন আগে
লেবাননে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিল জাতিসংঘ
আগামী বছরের শেষ নাগাদ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তা পরিষদ। বাহিনীটি মোতায়নের প্রায় পাঁচ দশক পর যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের চাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে এ প্রস্তাব গৃহীত হয়।
সিএনএন জানিয়েছে, প্রথমে ছয় মাসের মধ্যে লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের দাবি জানায় যুক্তরাষ্ট্র। পরে এক বছরের চূড়ান্ত সময়সীমার প্রস্তাব দেয় ওয়াশিংটন। সবশেষ ১৬ মাস মেয়াদি একটি চূড়ান্ত প্রস্তাবে সম্মতি দেয় যুক্তরাষ্ট্র। এর আওতায় লেবানন-ইসরায়েল সীমান্তে ২০২৬ সালের শেষ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে শান্তিরক্ষী বাহিনী।
১৯৭৮ সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার পর সেখানে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউএনআইএফআইএল) মোতায়ন করে। এরপর ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের এই বাহিনীর মেয়াদ আরও বাড়ানো হয়। ফলে দশক ধরে ইউএনআইএফআইএল দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।
আরও পড়ুন: জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ
গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে এক বছরের মধ্যে ইউএনআইএফআইএল তাদের ১০ হাজার ৮০০ সামরিক ও বেসামরিক সদস্য এবং সব জাতিসংঘ সরঞ্জাম প্রত্যাহার করবে। এ সময়ে সীমিত কিছু কার্যক্রম পরিচালনার অনুমতি থাকবে বাহিনীটির।
প্রস্তাবে আরও বলা হয়েছে, দক্ষিণ লেবাননের জাতিসংঘ-চিহ্নিত সীমান্তরেখা ‘ব্লু লাইন’-এর উত্তরে নিরাপত্তা প্রদানের একমাত্র দায়িত্ব পালন করবে লেবানন সরকার। পাশাপাশি ইসরায়েলকে ওই রেখার উত্তরের এলাকা থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
গত বছর ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের সময় এ বাহিনী উভয়পক্ষের সমালোচনার মুখে পড়ে। মার্কিন কংগ্রেসের অনেক সদস্যও ইউএনআইএফআইএলের তীব্র সমালোচনা করেন সে সময়।
ওয়াশিংটনের দাবি, এ বাহিনী কেবল অর্থের অপচয় করছে এবং হিজবুল্লাহর প্রভাব নির্মূল ও লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যকে দীর্ঘায়িত করছে। এরই মধ্যে ইউএনআইএফআইএলের জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়নে বড় ধরনের কাটছাঁট করেছে ট্রাম্প প্রশাসন।
তবে লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা অর্জন করেনি বলে দাবি করেছে দেশটির সরকার।
গৃহীত ওই প্রস্তাবে লেবাননের সশস্ত্র বাহিনীকে সরঞ্জাম, উপকরণ ও আর্থিক সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
এদিকে, ইউরোপের অনেক দেশ, বিশেষত ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের ভাষ্যে, লেবানিজ সেনাবাহিনী সীমান্ত এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আগে শান্তিরক্ষী বাহিনী চলে গেলে সেখানে এক ধরনের শূন্যতা তৈরি হবে। এই সুযোগ হিজবুল্লাহ সহজেই কাজে লাগাতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশগুলো।
১০৮ দিন আগে
ইউক্রেনে ৮২৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় ইতোমধ্যে ভাটা পড়েছে। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ৮২৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চুক্তির আওতায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করা হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনকে ৩ হাজার ৩৫০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সমপরিমাণ জিপিএস ইউনিট, যন্ত্রাংশ, খুচরা সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। আর এসব অস্ত্রসস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তার (ফরেন মিলিটারি ফাইন্যান্সিং) পাশাপাশি ন্যাটোর মিত্রদেশ ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে থেকে পাওয়া তহবিল ব্যবহার করবে ইউক্রেন।
আরও পড়ুন: শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন
বিবৃতিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে এগিয়ে নেবে। সেইসঙ্গে ইউক্রেনের নিরাপত্তা জোরদার করবে।
এ ছাড়া, ইউক্রেনকে ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তি হিসেবেও অভিহিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
সম্প্রতি ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আলাস্কায় বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বৈঠকের পরও ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া, এরই মধ্যে এই অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র।
গত জুলাইয়ে ইউক্রেনকে আরও দুটি অস্ত্র বিক্রির প্রস্তাবের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৩২২ মিলিয়ন ডলারের একটি প্রস্তাবের আওতায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সাঁজোয়া যুদ্ধযান সরবরাহ করার কথা ছিল। আরেকটি প্রস্তাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বচালিত কামানভিত্তিক যানগুলোর রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কারের জন্য ৩৩০ মিলিয়ন ডলারের বরাদ্দ দেওয়া হয়।
১০৮ দিন আগে