ইসরায়েলি বিমান হামলায় হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ হুতি সরকারের বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা আহত হয়েছেন জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
পরে শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে হুতি সরকারের পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের পরিচালিত সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলার ‘প্রতিশোধ’ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মুহাম্মদ আব্দুল করিম আল-গামারি।
বৃহস্পতিবার হুতি-সমর্থিত একটি টেলিভিশন চ্যানেলে গাজায় চলমান পরিস্থিতি ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বে রেকর্ড করা একটি ভাষণ প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময়েই বিমান হামলা চালায় ইসরায়েল। হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাধারণত এ ধরনের ভাষণ একত্র হয়ে দেখতেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটড প্রেস (এপি)।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবইয়ান প্রদেশের বাসিন্দা সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন আল-রাহাওয়ি। ২০১৪ সালে হুতিরা সানা ও দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের একটি বড় অংশ দখল করলে তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল-রাহাওয়ি।
নাম প্রকাশ না করার শর্তে তিন উপজাতীয় নেতা এপিকে জানিয়েছেন, সানার দক্ষিণাঞ্চলের বেইত বাওস গ্রামে একটি ভিলায় হুতি নেতাদের বৈঠক চলাকালে ওই হামলা চালায় ইসরায়েল।
এদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী সানা এলাকায় ‘হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। পরে শনিবারে আরেক বিবৃতিতে আল-রাহাওয়িসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। নিহত হুতি নেতারা ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
গত সপ্তাহে হুতি-নিয়ন্ত্রিত তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। ২৪ আগস্টের ওই হামলার তিন দিন আগে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি বিদ্রোহীরা।
মূলত, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
এরপর এপ্রিলে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির সাবা প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হন।
পরে মে মাসে ট্রাম্প প্রশাসনের একটি সমঝোতা চুক্তি করে হুতিরা। ওই চুক্তির আওতায়, আকাশপথে হামলা বন্ধের বিনিময়ে লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করার কথা জানায় তারা।
তবে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন হুতি বিদ্রোহীরা।