বিনোদন
অ্যামাজন প্রাইমের পর এবার টফির পর্দায় আসছে ‘ওরা ৭ জন’
কিছুদিন আগেই বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘ওরা ৭ জন’। তবে সেটি শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকদের জন্য। এবার বাংলাদেশের দর্শকরাও অলা্ইন প্লাটফর্মে সিনেমাটি উপভোগ করতে পারবেন।
স্বাধীনতার মাস উপলক্ষে ১ মার্চ (শুক্রবার) মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ সিনেমার বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে ‘টফি’র পর্দায়।
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
ভিন্ন পেশা ও বাস্তবতা থেকে আসা ৭ জন মুক্তিযোদ্ধার একটি গোপন মিশনে অংশগ্রহণ ও যুদ্ধক্ষেত্রের শ্বাসরুদ্ধকর ঘটনা নিয়ে পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ নির্মাণ করেছেন। তারকাবহুল এই সিনেমার গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এছাড়াও রয়েছেন ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, ইমতিয়াজ বর্ষণ, খিজির হায়াত খানসহ আরও অনেকে।
টফিসহ সারা বিশ্বের সাতটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটির ডিরেক্টরস কাট (পরিচালকের বিশেষ সংস্করণ) উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা টফি’র এই বিশেষ অনলাইন প্রিমিয়ারের মাধ্যমে যেকোনো নেটওয়ার্ক থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস নির্ভর এই সিনেমাটি দেখতে পারবেন।টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি সবসময় দর্শকদের বিনোদনমূলক ও অর্থবহ কন্টেন্ট উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি সম্মান জানাতে তৈরি করা ‘ওরা ৭ জন’ টফি-তে মুক্তি দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
আরও পড়ুন: ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৬৫৫ দিন আগে
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
দর্শকদের সুরের মূর্ছনায় বুঁদ করতে ১১ মে গান গাইতে আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। তার সঙ্গে কনসার্টে আরও গান গাইবেন কাকতাল ও আহমেদ হাসান সানি।
সেদিন সন্ধ্যায় ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২’ কনসার্টে গান গাইবেন তিনি।
এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। উক্ত কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।
আরও পড়ুন: জীবনের গল্প নিয়ে টিভি চ্যানেলে শিগগিরই আসছেন অঞ্জন দত্ত
আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।
কনসার্টের আয়োজন করেছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। এ কনসার্টের গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার টাকা।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। আশা করছি চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।’
কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেজে।
আরও পড়ুন: ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
৬৫৬ দিন আগে
‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ কনসার্টে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলী
ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলী। ২৬ এপিল বিকালে ঢাকা এরিনায় ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ কনসার্টে গাইবেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দেশের তিন গায়ককে নিয়ে এ কনর্সাটের আয়োজন করা হয়েছে। কনসার্টে ভারতীয় গায়ক জাভেদ আলী ছাড়াও থাকবেন পাকিস্তানি তরুণ গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদার।
এর আগে আরব আমিরাতের দুবাইয়ে কনসার্ট করেছিলেন ভারতীয় গায়ক জাভেদ আলী। এ ছাড়া কলকাতা এবং ভারতের অন্যান্য শহরগুলোতে তিনি বিভিন্ন শো করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে গান করছেন তিনি।
এতে আরও বলা হয়, ২০০৭ সালে ‘নাকাব’সিনেমার ‘এক দিন তেরি রাহো মে’গানটির মাধ্যমে জাভেদ আলী দর্শকপ্রিয়তা পান। এরপর বলিউড সিনেমা ‘রকস্টার’-এর ‘কুন ফায়াকুন’, ‘গজনি’ সিনেমার ‘গুজারিশ’, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘আ জাও মেরি তামান্না’, ‘তুম মিলে’ সিনেমার ‘তুহি হাকিকত’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তিনি হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় গান করেছেন।
আরও পড়ুন: কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি টফিতে
কনসার্টের আয়োজন করছে অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়াম। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘কনসার্টের প্রস্তুতি শেষ পর্যায়ে। টিকিট বিক্রিতেও ব্যাপক সাড়া পেয়েছি। কনসার্টে জাভেদ আলী ছাড়াও পাকিস্তানি তরুণ গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদারও গান গাইবেন। এ কনসার্টে তিন দেশের সংগীতের মেলবন্ধন ঘটবে। দর্শকরা চমৎকার একটি কনসার্ট উপভোগ করতে পারবেন।’
কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্ত থাকুন অ্যাসেন, আর্কলাইট ইভেন্টস এবং জির্কুনিয়ামের ফেসবুক পেইজে।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
৬৫৬ দিন আগে
কাজী শুভর কণ্ঠে বাবুর শততম গান
কণ্ঠশিল্পী কাজী শুভর ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।
এরমধ্যে তার কণ্ঠে একটি গান ব্যাপ জনপ্রিয়তা পায়। আর সেই গানটির গীতিকার আরিফ হোসেন বাবু। তার প্রথম লেখা ও সুরে প্রথম গানটি উঠে শুভর কণ্ঠে।
২০২১ সালে শুরু হওয়া আরিফ হোসেন বাবুর ক্যারিয়ারের শততম গান রিলিজ হতে যাচ্ছে ১ মার্চ। আর এই বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ। ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। মিউজিক ভিডিওর মডেল হয়েছেন শুভ মেহেরাজ ও ঐশি।
গানটি ও আরিফের শততম গান গাওয়া প্রসঙ্গে ইউএনবিকে কাজী শুভ বলেন, ‘খুব ভালো লাগছে যে আরিফের শততম গান রিলিজ হচ্ছে। তার ক্যারিয়ারের প্রথম গানটি আমি গেয়েছে। এরসঙ্গে যোগ হলো তার শততম গান। বেশ ভালো লাগছে যে তিনি অল্প সময়েই নিজের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারছেন। সামনে আমাদের আরও বেশ কিছু ভালো গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।’
উল্লেখ্য, কাজী শুভ ও আরিফ হোসেন বাবু জুটির বেশ কিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে এর মধ্যে বরিশাল, কন্যারে আমার বেশ জনপ্রিয়তা পায়।
আরও পড়ুন: ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
৬৫৭ দিন আগে
ভারতের বিখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাস আর নেই
ভারতের বিখ্যাত গজলশিল্পী ও প্লেব্যাক গায়ক পঙ্কজ উদাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত এই গায়কের পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মারা যান।
পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি- দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাস মৃত্যু বরণ করেছেন।’
বিশিষ্ট গায়কের মৃত্যুর খবরে তার ভক্ত এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোক জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা বি এম কলিমুল্লাহ আর নেই
পঙ্কজ উদাস ১৯৫১ সালের ১৭ মে গুজরাটের জেটপুরে কেশুভাই উধাস ও জিতুবিন উদাসের ঘরে জন্মগ্রহণ করেন।
তার সবচেয়ে সুপরিচিত গানগুলো হলো- মহেশ ভাট পরিচালিত ১৯৮৬ সালের ক্রাইম থ্রিলার ‘নাম’র ‘চিঠঠি আয়ি চিঠঠি আয়ি হ্যায়’, ১৯৯৮ সালে প্রবীণ ভাটের ‘এক হি মাকসাদ’ ছবির ‘চান্দী জায়সা রং হ্যায় তেরা', ফিরোজ খানের ১৯৮৮ সালের অ্যাকশন থ্রিলার ‘দয়াবন’ ছবির ‘আজ ফির তুম্পে’, ১৯৯১ সালে লরেন্স ডি’সুজার রোমান্টিক ছবি ‘সাজনের’ ‘জিয়ে তো জিয়ে’ এবং আব্বাস-মাস্তানের ১৯৯৩ সালের প্রতিশোধ থ্রিলার ‘বাজিগর’ থেকে ‘ছুপনা ভি নেহি আতা’।
তার গজল ক্যারিয়ারে ‘আহাট’ (১৯৮০) এবং ‘না কাজরে কি ধার’ এর মতো নামী অ্যালবাম তার ট্রাকে অন্তর্ভুক্ত রয়েছে। ‘অউর আহিস্তা কিজিয়ে বাতেঁ’, ‘এক তরফ উসকা ঘর’ এবং ‘থোড়ি থোড়ি পিয়া করো’র মতো গানও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া ‘ভালোবাসা’, ‘চোখ তার চোরাবালি’ সহ আধুনিক গানের জন্য বাংলার শ্রোতাদের কাছে ব্যাপকভাবে সম্মানিত।
১৯৮৯ সালে প্রকাশিত ‘ভালোবাসা’অ্যালবামটি।
গজল শিল্প ও ভারতীয় সংগীত শিল্পে তার অবদানের জন্য পঙ্কজ উদাস ২০০৬ সালে ভারতীয় প্রজাতন্ত্রের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পেয়েছিলেন।
আরও পড়ুন: অভিনেতা আহমেদ রুবেল আর নেই
প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই
৬৫৮ দিন আগে
ফারিণ-প্রীতম জুটির ‘কাছের মানুষ দূরে থুইয়া’
‘কাছের মানুষ দূরে থুইয়া’ একটি স্পর্শের গল্প।
জীবনের প্রয়োজনে দূরে যাওয়া আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। পরস্পর থেকে হাজারও মাইল দূরে অবস্থানরত প্রেমিক–প্রেমিকার কষ্টের গল্প।
গত ২২ ফেব্রুয়ারি থেকে চরকিতে চলছে মিনিস্ট্রি অব লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ।
দুই ঘণ্টা ২৪ মিনিটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, শাহীন শাহনেওয়াজসহ আরও অনেকে।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
মুক্তির দুই দিনেই সামাজিক মাধ্যমগুলোতে ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নিয়ে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে। এ ব্যাপারে পরিচালক শিহাব শাহীন বেশ উচ্ছ্বসিত।
গণমাধ্যমে পরিচালক বলেন, ‘ভালোবাসার গল্পে লং ডিস্ট্যান্স সম্পর্ক নিয়ে আমাদের এখান খুব কম কাজ হয়েছে। তাই ভালোবাসার এই দিকটা নিয়েই কাজ করেছি।’
তাসনিয়া ফারিণ অভিনয়ে এখন নিয়মিত মুখ। ‘কাছের মানুষ দূরে থুইয়া’-সিনেমার গল্প যেনো তার জীবনের সঙ্গে একদম মিলে যায়। দীর্ঘদিন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে থাকার পর কিছুদিন আগেই বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে। কাজটি করতে গিয়ে বেশ ইমোশনালও হয়েছেন ফারিণ।
সিনেমাটি নিয়ে ফারিণ বলেন, ‘কাছে মানুষ আমার খুব ভালোবাসার একটা কাজ। শিহাব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময় ব্লেসিং-এর। দর্শক এখন সিনেমাটা দেখে পছন্দ করলে তবেই আমাদের সার্থকতা।’
প্রীতম হাসান গায়ক থেকে নায়ক হয়েছেন এই সিনেমায়।
অভিনয় নিয়ে তার পরিকল্পনা কী বা অভিনয়ে নিয়মিত হবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয়ে নিয়মিত হব কি না এটা ভাবার চেয়ে ভালো কাজ করার ভাবনা বেশি। অভিনয় তো খুব কম করা হয়। কম কাজই বেশি সময় নিয়ে করতে চাই। কাছের মানুষ দূরে থুইয়া আমার জন্য অন্যরকম ভালোবাসার কাজ। সিনেমাটা দেখে দর্শক আমাকে পছন্দ করছে, আমাদের কাজটা দেখছে এটাই প্রাপ্তি।’
সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শিহাব শাহীন নিজেই ও সঙ্গে ছিলেন- জাহান সুলতানা।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৬৬০ দিন আগে
বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
প্রথমাবরের মতো ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে মিউজিক্যাল ফিয়েস্তা 'জয় বাংলা কনসার্ট'র।
দর্শকদের জন্য বেশ খানিকটা চমক রেখেই বন্দরনগরী চট্টগ্রামে এ আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় ইয়ুথ নেটওয়ার্ক ইয়াং বাংলা।
‘চিটাঙ্গত আইয়ের’-চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দুই শব্দের একটি ফেসবুক পোস্ট দেওয়া হয় ইয়াং বাংলার ফেসবুক পেইজে। কয়েক ঘণ্টার মধ্যে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ইয়াং বাংলা ও সিআরআইয়ের শেয়ার করা এই ঘোষণাটি তখন থেকে শত শত উৎসাহী ভক্তরা সামাজিক প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করছেন।
আরও পড়ুন: ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এবার এম এ আজিজ স্টেডিয়াম আলোকিত করবে আইকনিক ও উদীয়মান রক ব্যান্ডের সদস্যরা।
২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে জয় বাংলা কনসার্ট দ্রুত জনপ্রিয়তার শিখরে আরোহণ করে, তরুণদের বিমোহিত করে।
কোভিড-১৯ মহামারির কারণে বিরতির পর কনসার্টটি ২০২৩ সালে আবার শুরু করা হয়। এটি শুধু একটি কনসার্টই নয়, বরং ইতিহাসের মধ্যে দিয়ে যাত্রা করা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কে উৎসর্গ করেই শুরু হয়েছে এই কনসার্ট।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টে সেই প্রত্যাশা ধরা পড়েছে: ‘শেষ কনসার্টে আমি আমার জীবনের সেরা সময় পেয়েছি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি ইতোমধ্যে আমরা চট্টগ্রাম ভ্রমণের পরিকল্পনা করছি। কারণ এবারের কনসার্ট মিস করা কোনোভাবেই সম্ভব নয়।’
আরও পড়ুন: এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
৬৬২ দিন আগে
এবার দর্শক আমাকে নতুনভাবে পাবে: সজল
‘জীবনের খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড়পর্দায় দেখা যাবে অভিনেতা আবদুন নূর সজলকে। এবার তার সঙ্গে জুটি বেঁধেছেন সিন্ডি রোলিং। এটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ।
নতুন এই সিনেমা নিয়ে ইউএনবিকে সজল বলেন, ’চলচ্চিত্রে আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন ও পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখব। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। দর্শক আমাকে এবার নতুনভাবে পাবে ‘জীবনের খেলা’ চলচ্চিত্রে।’
আরও পড়ুন: জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। তিনি ‘জীবন খেলা’য় সজল ও সিন্ডি প্রসঙ্গে বলেন, ‘ভার্সেটাইল অভিনেতা সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্র উপভোগ করবেন আমার বিশ্বাস।’
‘জীবনের খেলা’র গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ।
চলচ্চিত্রটি চলতি বছরের শেষে মুক্তি পেতে পারে বলে পরিচালক জানিয়েছেন।
আরও পড়ুন: বিষাদের আবহে মুক্তি পেল ‘পেয়ারার সুবাস’
বাংলাদেশের মানুষ আমাকে কলকাতার চেয়ে বেশি ভালোবাসে: স্বস্তিকা
৬৬৩ দিন আগে
ছোটপর্দায় একুশের বিশেষ আয়েজন
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের টেলিভিশনগুলো তাদের আয়োজন সাজিয়েছে বিশেষ মোড়কে। যেখানে রয়েছে নাটক, সিনেমা, গান, নৃত্য ও বিশেষ অনুষ্ঠান।
দেখে নেওয়া যাক কী রয়েছে সেই আয়োজনগুলোতে।
বিটিভি
মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘পরান পাখি’ প্রচারিত হবে রাত ৯টায়। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, ঝুনা চৌধুরী, শিরিন বকুল, রেজমিন সেতু, ইভান, কাব্য, মনি, মেহরীন ও টুটুল চৌধুরী।
এছাড়াও চ্যানেলটিতে সারাদিন প্রচারের তালিকায় রয়েছে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’, শিশুতোষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ‘আমার বর্ণমালা’, বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন’, ‘কথা সাহিত্যে অমর একুশে’ প্রচারিত হবে।
এটিএন বাংলা
সকাল সাড়ে ৮টায় প্রচার হবে ‘বর্ণ সুবর্ণ’। সাড়ে ৯টায় দেখানো হবে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘আমি বাংলায় কথা কই’। সাড়ে ১০টায় প্রচার হবে কবিতা নিয়ে অনুষ্ঠান ‘আ মরি বাংলা ভাষা’।
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইশারায় ভাষা শিক্ষার অভিধান’ চালু করল ইউএনডিপি
দুপুর ১টা ৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ইচ্ছেমত’। বেলা ৩টায় দেখানো হবে সিনেমা ‘বাংলা’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখানো হবে তথ্যচিত্র ‘একুশ ১৯৫২’। ৮টা ৫০ মিনিটে দেখানো হবে নাটক ‘সময়ের গল্প’।রাত ১০টা ৫০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘ভাষা আমার’।
মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে তথ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। এ অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
রাত সাড়ে ১০টায় রয়েছে বিশেষ নাটক ‘আমার বর্ণমালা’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
চ্যানেল আই
চ্যানেল আইয়ের আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘একজনই সোহেল রানা’, সিনেমা ‘ফাগুন হাওয়ায়’, নাটক, ‘অঙ্গীকার’, ‘একুশ বছরে হৃদয়ে মাটি ও মানুষ’, ‘প্রকৃতির ভাষা’সহ বিভিন্ন অনুষ্ঠান।
সকাল সাড়ে ৭টায় চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি শিল্পী রথীন্দ্রনাথ রায়, ফকীর সিরাজ, পাখি বিশারদ ইনাম আল হকের অংশগ্রহণে দেখানো হবে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল সাড়ে ১১টায় প্রচার হবে ‘একুশের কবিতা’। দুপুর ১টা ২০ মিনিটে প্রচার হবে ‘একুশের লাল গোলাপ’।
আরও পড়ুন: শুটিংয়ে হবু বরের সঙ্গে পরিচয় মৌসুমীর
দুপুর আড়াইটায় দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। সিনেমাটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। অভিনয় করেছেন- নূশরাত ইমরোজ তিশা, সিয়াম, সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, ভারতের যশপাল শর্মা প্রমুখ।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ভাষা আন্দোলনের উপর নির্মিত নাটক ‘অঙ্গীকার‘। রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। রাত সাড়ে ১০ টায় দেখানো হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির ভাষা’।
দুরন্ত টিভি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘গুণীজন’। এতে এবারের অতিথি থাকবেন ভাষা সৈনিক ও শিক্ষাবিদ প্রতিভা মুৎসুদ্দি। তার সঙ্গে গল্পে মাতবেন টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের মাসরুর রেজা ও নাজাহ আলাইনা।
দুরন্ত টিভি জানায়, মহীয়সী এই নারীর অভিজ্ঞতার যে ঋদ্ধ ভাণ্ডার, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে। বুধবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে এটি প্রচারিত হবে।
দুরন্ত টিভিতে আরও থাকছে সকাল ১০টায় ‘অ আ ক খ’, সকাল সাড়ে ১১টায় ‘একুশের গল্প’, বিকাল ৫টায় নাটক ‘ঝুটুম পাখির কথা’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘আ মরি বাংলা ভাষা’ ও দুপুর ৩টায় সিনেমা ‘মানুষ’।
আরও পড়ুন: অমর একুশে: ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাভিশন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও বিশ্বব্যাপী বাংলা ভাষার অবস্থানসহ আরো নানান দিক নিয়ে ‘দিন প্রতিদিন’ এর বিশেষ এই পর্ব।
উক্ত অনুষ্ঠানে অতিথি শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক; বর্তমান সময়ের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চা ও মন-মননে ধারণ করার বিষয় নিয়ে আলোচনা করেছেন। নাবিলা মুস্তারি’র সঞ্চালনায় ও আফিয়া বৃষ্টির প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ এর বিশেষ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টা ৩০ মিনিটে।
মাতৃভাষা বাংলা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ ও ভাষা শহীদদের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার মাতৃভাষা’। উক্ত অনুষ্ঠানে অতিথি কথাশিল্পী ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানটি প্রচার হবে বিকেল ৫টা ৪০ মিনিটে।
আরও পড়ুন: আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে জাতি
৬৬৩ দিন আগে
জয়ার 'ফেরশতে' পেল ইরানের জাতীয় পুরস্কার
জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে।
খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।
জয়ার পোস্ট থেকে জানা যায়, প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে 'জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ' নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
এই পুরস্কারটি 'খয়র-ই-মান্দেগার' নামক একটি প্রতিষ্ঠান দ্বারা প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।
আরও পড়ুন: তেহরানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান
এই পুরস্কারের পাশাপাশি, 'ফেরেশতে' চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।
সিনেমাটির পরিচালক মুর্তজা অতাশ জমজম। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
উল্লেখ্য, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলোর পাশাপাশি 'ফেরেশতে' চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে জনগণ, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।
এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী অভিনয় করেছেন।
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
৬৬৩ দিন আগে