ঢাকা, ০৩ নভেম্বর (ইউএনবি)- চারদিকে গৃহকর্মী নির্যাতনের ভয়াবহ দৃশ্য যখন গণ্যমাধ্যমে উঠে আসছে, ঠিক তখন ব্যতিক্রমধর্মী চিত্র পাওয়া গেল বল হাতে গতির ঝড় তোলা ক্রিকেটার তাসকিন আহমেদের কাছ থেকে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে এই ক্রিকেট তারকা নিজের বাসায় কাজে সাহায্য করা মেয়েটির জন্মদিন পালনের কথা জানিয়েছেন।
ঘটা করে জন্মদিন পালনের বেশকিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এই ক্রিকেট সেলিব্রেটি।

তাসকিনের পোস্ট করা তিনটি ছবিতে দেখা যায়, গৃহকর্মী মেয়েটিকে মাঝখানে রেখে একপাশে তাসকিন নিজে এবং অপর পাশে মধ্য বয়সী অপর এক ব্যক্তি মিলে একটি কেক কাটছেন এবং পাশে আরেকটি কেক রয়েছে।
অন্য দুই ছবিতে দেখা যায় গৃহকর্মী মেয়েটি মধ্য বয়সী ব্যক্তিকে এবং তাসকিনকে কেক খাইয়ে দিচ্ছে। এসময় তাদের সবাইকে বেশ হাঁসিখুশি মেজাজে দেখা যায়।
