সিলেট, ০৫ নভেম্বর (ইউএনবি)- দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের লাঞ্চে যাবার আগে ২৩০ রানের লিড নিয়েছে সফরকারীরা। আগের দিনের ১৪০ রানের লিড নিয়ে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে নামে তারা। লাঞ্চের আগে ৯০ রান যোগ করতে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।
সফরকারীরা যখন লাঞ্চ বিরতিতে যায় তখন হ্যামিলট মাসাকাদজা ৩৯ ও সেন উইলিয়ামস ৪৪ রানে অপারিত রয়েছেন। লাঞ্চের আগে ব্রেন্ডন টেইলর ব্রিয়ান চারির উইকেট তুলেন স্বাগতিকরা। প্রথম সেশনে তারা ৩০ ওভারে ৯০ রান তুলে। আগের দিন ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১ রান তুলে মাঠ চেড়েছিল মাসাকাদজারা।
তৃতীয় দিন প্রথমে স্পিনার মেহেদি হাসান মিরাজ জিম্বাবুয়ের ওপেনার ব্রিয়ান চারিকে দলীয় ১৯ রানে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রো এনে দেয়। এরপর দলীয় ৪৭ রানের মাথায় ব্রেন্ডন টেইলরকে ফেরান তাইজুল ইসলাম। ২৫ বলে চার চারে ২৪ রান করে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন টেইলর।