ঢাকা, ১১ নভেম্বর (ইউএনবি)- মুমিনুল হকের পর ঢাকা টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম।
সিলেটের প্রথম টেস্টে দলের পাশাপাশি নিজের বাজে পারফরমেন্সের পর রবিবার ঢাকা টেস্টে কথা বলছে মি ডিপেনডেবলখ্যাত মুশফিকের ব্যাট।
দলের বিপর্যয়ে হাল ধরার পাশাপাশি জিম্বাবুয়ের বোলারদের নাস্তানাবুদ করে ও ফিল্ডারদের সারা মাঠ দৌড়িয়ে চোখ ধাঁধানো সব শট খেলে সেঞ্চুরিতে পৌঁছান মুশফিক।
১০০তম বলে ৫০ ছোঁয়ার পর প্রায় অর্ধশত স্ট্রাইক রেটে সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। দিনের খেলা শেষে ১১১ রানে অপরাজিত মুশফিক।

এর আগে দলের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন মুমিনুল হক। দুঃসময়ের বৃত্ত ভেঙে দারুণভাবে ফেরা মুমিনুল দলকে শক্ত অবস্থানের পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট শতক।
ঘাড়ের ওপর চেপে বসা জিম্বাবুয়ের বোলারদের বলের মতোই মাঠের চারদিকে ছড়িয়ে যেতে বাধ্য করেছেন। শেষে পর্যন্ত এই ব্যাটসম্যান ২৪৭ বলে ১৬১ রানে সাজঘরে ফেরেন।