মুশফিক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ: মুশফিককে ছাড়িয়ে শান্ত ও নাঈম
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫৮ রানে হারিয়ে আবাহনী লিমিটেড তাদের অপরাজিত ধারা অব্যাহত রেখেছে।
দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা দশম জয়।
আরও পড়ুন: আবারও শুরু হবে সেলিব্রিটি ক্রিকেট লিগ
আবাহনীর হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম। লক্ষ্য তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরির পরও গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।
প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। অধিনায়ক শান্ত ১১৮ ও নাঈম শেখ ১০৫ রান করেন। মাত্র ৩৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তৌহিদ হৃদয়।
এদিকে প্রাইম ব্যাংকের হয়ে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ।
এদিকে রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারায় প্রাইম ব্যাংক। পারভেজ হোসেন ইমন করেন ৫৬ রান। তবে মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি আশার তাদের আলো দেখিয়েছিল।
আবাহনীর বোলার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত তাদের দৃঢ়তা ধরে রাখেন। তানজিম ও তাসকিন ৩টি করে এবং মোসাদ্দেক ২টি উইকেট নেন।
এদিকে ৪৯তম ওভারে শেষ পর্যন্ত ২৮৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৫৮ রানের জয়ী হয় আবাহনী। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে আবাহনী।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগ: সিলেটকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ঢাকা বিভাগ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
৭ মাস আগে
‘মিথ্যা প্রতিবেদন’: একাত্তর টিভির বিরুদ্ধে মুশফিকের আইনি ব্যবস্থা
বাংলাদেশ ও নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালে প্রচারিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রক্রিয়া শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
গত ৬ ডিসেম্বর প্রচারিত ওই প্রতিবেদনে মুশফিকের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠার পর সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান একাত্তর টিভিকে আইনি নোটিশ পাঠান।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো-
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি অবিলম্বে অপসারণ, ক্ষমা প্রার্থনা সম্বলিত একটি প্রেস রিলিজ প্রকাশ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবেদককে সতর্ক করা।
লিগ্যাল নোটিশে জোর দিয়ে বলা হয়- একাত্তর টিভির মতো একটি স্বনামধন্য চ্যানেলে এ ধরনের প্রতিবেদন প্রকাশ অপ্রত্যাশিত এবং সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আউট হন মুশফিক। বোলারের বল ডেলিভারির পর ব্যাট দিয়ে রক্ষা করার পরে আবার তা দূরে ঠেলে দিয়ে তিনি ক্রিকেটীয় আইন লঙ্ঘন করেছিলেন, কারণ ব্যাটসম্যানদের ডেলিভারি খেলার সময় বা পরে বল পরিচালনা করার অনুমতি দেওয়া হয় না। বাংলাদেশের পক্ষে টেস্টে এই ধরনের প্রথম আউট।
একাত্তর টিভির এক প্রতিবেদনে বলা হয়, মুশফিকের আউটের সঙ্গে স্পট ফিক্সিংয়ের সম্পর্ক থাকতে পারে।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: নিউ জিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
ঢাকা টেস্ট: ফিলিপস আক্রমণে নিউ জিল্যান্ডের লিড
১১ মাস আগে
ঢাকা টেস্ট: মুশফিকের দশম টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ১০৩
চলমান ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দশম টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের চা বিরতি শেষে ১০৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজের সঙ্গে ক্রিজে অপরাজিত থাকেন মুশফিক। এই জুটিতে মিরাজের সংগ্রহ ১৮ রান এবং মুশফিক করেন ১২৪ রান।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
দুই উইকেট হারিয়ে বোর্ডে ৩৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই আউট হন মুমিনুল হক। তবে তৃতীয় উইকেট জুটিতে মুশফিক ও সাকিব আল হাসান যোগ করেন ১৫৯ রান। যা স্বাগতিকদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।
সাকিব মাত্র ১৩ রানের কারণে তার সেঞ্চুরি মিস করেন। কারণ একটি রেগুলেশন ক্যাচে তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনের হাতে আউট হয়েছিলেন। পরের জুটিতে মুশফিক ও লিটন দাস যোগ করেন ৮৭ রান। তবে, সাত রানের জন্য লিটন তার হাফ সেঞ্চুরি মিস করেন।
আয়ারল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন মার্ক অ্যাডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
এর আগে আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ইনিংসে ২১৪ রান করে। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট লাভ করেন। যা টেস্টে তার ১১তম উইকেট।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: তাইজুলের ৫ উইকেট শিকারে ২১৪ রানে প্যাকেট আয়ারল্যান্ড
ঢাকা টেস্ট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের
১ বছর আগে
জিম করতে গিয়ে চোট পাওয়ায় মুশফিকের পায়ে ৬টি সেলাই
বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম শনিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে ফিটনেস চর্চার সময় আঘাত পাওয়ায় তার পায়ে ছয়টি সেলাই দেয়া হয়েছে।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, মুশফিককে অন্তত দুই সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটে মনোযোগ দিতে চান বলে জানান তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভিত্তি।
আরও পড়ুন: হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা
তবে বর্তমানে টি-টোয়েন্টিতে বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মুশফিক। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পরই এই ফরম্যাটে তার অবসরের ঘোষণা আসে।
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র পাঁচ রান করেছিলেন মুশফিক।
শুধু মুশফিক নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটসমান এশিয়া কাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন সাইফুদ্দিন
আঙুলে চোট পেলেও উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা নেই তাসকিনের
২ বছর আগে
তামিমের সেঞ্চুরির পর মুশফিক-লিটনের ফিফটিতে চাপে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিমের সেঞ্চুরির পর মুশফিকুর রহিম ও লিটন দাসও ফিফটি করেছেন।
তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১০৭ ওভারে তিন উইকেট হারিয়ে ৩১৮ রানে ব্যাট করছে। এদিন মুশফিক ও লিটন যথাক্রমে ৫৩ ও ৫৪ রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার তামিম ও মাহমুদুল্লাহ দিনের শুরুটা ভালো করলেও মাহমুদুল্লাহর বিদায়ের পরই একের পর এক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে হারায় বাংলাদেশ। এসময় নাজমুল ১ ও মুমিনুল ২ রান করেন।
শেষ ১০ টেস্ট ইনিংসে এটি মুমিনুলের সপ্তমবার এক অঙ্কের স্কোর।
মুশফিক ও লিটন একটি করে অর্ধশতক করার আগে, তামিম ইকবাল টেস্টে তার দশম সেঞ্চুরি করেন এবং মাহমুদুল হাসান জয় ফিফটি করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: ম্যাথুসের শতকে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮
৫৮ রানে মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও শ্রীলঙ্কার বোলারদের চাপে রাখেন তামিম। তবে শেষ পর্যন্ত ১৩৩ রান করে সাঁজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
চতুর্থ উইকেট জুটিতে মুশফিক ও লিটন ৯৮ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা দুটি ও আসিথা ফার্নান্দো একটি উইকেট নেন।
এর আগে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অসাধারণ ১৯৯ রানে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেন। তার সঙ্গে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল একটি করে অর্ধশতক করেন।
বাংলাদেশের হয়ে ডানহাতি স্পিনার নাঈম হাসান ১০৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন;এই ফরম্যাটে এটাই তার সর্বাধিক উইকেট সংগ্রহ। এছাড়া সাকিব আল হাসান তিনটি ও তাইজুল ইসলাম একটি উইকেট নেন।
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট টেস্ট সিরিজ ২০২২: লাইভ স্ট্রিমিং কোথায় দেখতে পারবেন?
২ বছর আগে
বিপিএল ২০২২: ফ্লেচার-মুশফিক ঝড়ে খুলনার বড় জয়
আন্দ্রে ফ্লেচার ও মুশফিকুর রহিমের ব্যাটিং নৈপুণ্যে চট্রগ্রামে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইগার্স।
ম্যাচটি ছিল বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ। এর আগে খুলনা দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে, আর চট্টগ্রাম তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় খুলনা। চট্টগ্রামকে ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানে আটকাতে সক্ষম হয় খুলনা।
চট্টগ্রামের হয়ে আফিফ হোসেন ৩৭ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করেন। উইল জ্যাক, নাঈম ইসলাম এবং শরিফুল ইসলাম যথাক্রমে ২৮, ২৫ এবং ১২
রান করেন।
এদিকে খুলনার হয়ে সাবেক শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা চার ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং অন্য পাঁচ বোলারের প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু বিপিএল’র চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় খুলনা। কিন্তু দ্বিতীয় উইকেটে ফ্লেচার ও রনি তালুকদার ৫০ রান তুলে প্রাথমিক ধাক্কা সামলে নেন। রনি ১৭ রানে আউট হওয়ার পর তৃতীয় উইকেট জুটিতে ফ্লেচার ও মুশফিক ৪৬ রান যোগ করেন এবং খুলনাকে ছয় উইকেটে সহজ জয়ের পথ দেখান।
৫৮ রানে ফ্লেচার আউট হলেও মুশফিক চারটি চার ও একটি ছক্কায় ৩০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। তবে ম্যাচসেরার পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে ৪৭ বলে ৫৮ রান করা ফ্লেচারকে।
চট্টগ্রামের হয়ে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নেন দুটি উইকেট।
আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের মুখোমুখি হবে সিলেট সানরাইজার্স এবং একই দিনে খুলনা খেলবে ফরচুন বরিশালের সঙ্গে।
আরও পড়ুন: বিপিএল ২০২২: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ২য় জয়
বিপিএল ২০২২: প্রথম ম্যাচে চট্টগ্রামকে হারাল বরিশাল
২ বছর আগে
ক্ষমা চেয়ে মুশফিক বললেন, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে দুইবার সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হয়েছিলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকের এমন আচরণ ভালোভাবে নেননি ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। তবে শেষ পর্যন্ত বিষয়টি বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন তিনি।
৩ বছর আগে
করোনা: তহবিল গঠনে ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলছেন মুশফিক
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় তহবিল বাড়াতে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম।
৪ বছর আগে
করোনাযুদ্ধে স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ালেন মুশফিক
করোনাভাইরাস সংক্রমণ রোধে নিজ জেলা বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
৪ বছর আগে
মুশফিকের লড়াইয়ে তৃতীয় দিনে গড়াল ‘গোলাপি’ টেস্ট
অধিনায়ক মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম দুজনই শূন্য রানে আউট হওয়ায় পাঁচ দিনের টেস্ট দ্বিতীয় দিনেই শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মুশফিকুর রহিম এক প্রান্তে আগলে দাঁড়িয়ে থাকায় কোনো মতে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
৪ বছর আগে