ঢাকা, ০৩ নভেম্বর (ইউএনবি)- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের স্টেট অভিষেক ম্যাচের প্রথম দিন শেষে একদম খারাপ করেনি টাইগাররা। তবে খুব ভালো করেছেন তেমনটাও বলা যাচ্ছে না। এ কথা বলার কারণ বাংলাদেশের নেয়া ৫ উইকেট এবং জিম্বাবুয়ের করা ২৩৬ রান।
এর আগে দিনের শুরুতে টস ভাগ্যকে কাছে পান ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে টস হারা হ্যামিল্টন মাসাকাদজা। টস জিতে তাই ব্যাটিংও করেন তারা। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ২৩৬ রান।
জিম্বাবুয়ের শন উইলিয়ামস ৮৮ রান এবং অধিনায়ক মাসাকাদসা ৫২ রান তোলেন। বিপদজনক হয়ে ওঠা উইলিয়ামসকে ফেরান অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং মাসাকাদসাকে ফেরান অভিষিক্ত আবু জায়েদ। শেষ পর্যন্ত পিটার মুর ৩৭ রানে এবং রেজিস চাকাভা ২০ রানে অপরাজিত রয়েছেন।
এক পেসার ও তিন স্পিনার নিয়ে খেলা বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং আবু জায়েদ, নাজমুল ইসলাম এবং মাহমুদুল্লাহ একটি করে উইকেট পেয়েছেন।
এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও ব্র্যান্ডন মাভুতার।