রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে জিম্বাবুয়ে। কিন্তু তাইজুলের ঘূর্ণি জাদুতে বেশিদূর এগিয়ে যেতে পারেনি সফরকারীরা। মাত্র ৪৬ রান যোগ করতেই গুটিয়ে যায় ইনিংস।
লাঞ্চের আগে ২৮২ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৬৩ রানে অপরাজিত থাকেন পিটার মুর।
প্রথম ও দ্বিতীয় দিনে মিলে তাইজুল শিকার করেন ৬ উইকেট।
তিনশ রানের আগেই জিম্বাবুয়েকে অলআউট করে নিজেদের প্রথম ইনিংস শুরু করে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় মাহমুদুল্লাহ বাহিনী।
দলীয় ৪৯ রানের মধ্যে টপঅর্ডারে পাঁচ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এর মধ্যে লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৩১ রান করে কাইল জার্ভিসের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম দিনে, টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৬ রান করে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ৮৮ রান এবং অধিনায়ক মাসাকাদসা ৫২ রান তোলেন। বিপদজনক হয়ে ওঠা উইলিয়ামসকে ফেরান অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং মাসাকাদসাকে ফেরান অভিষিক্ত আবু জায়েদ।
এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ও ব্র্যান্ডন মাভুতার।