ঢাকা, ২৩ অক্টোবর (ইউএনবি)- আগামী শীতে ২১ প্রজাতির অতিথি পাখি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার সংসদে প্রশ্নত্তোর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ আশঙ্কার কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘শীতকালে আমাদের দেশে সাধারণত ২৪৪ প্রজাতির অতিথি পাখি আসে। এদের মধ্যে ২১ প্রজাতির পাখি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বহন করতে পারে।’
আনিসুল ইসলাম জানান, সরকারি প্রতিষ্ঠান ওয়ান হেল্থ বাংলাদেশ পাখির রক্ত ও বিষ্ঠা সংগ্রহ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করে থাকে। আর ওই প্রতিষ্ঠানকে সহায়তা করে স্বাস্থ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়।
প্রতি বছর ১০ নভেম্বর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বিষয়ে জন সচেতনতার তৈরির জন্য ওয়ান হেল্থ বাংলাদেশ; ওয়ান হেল্থ ডে পালন করে বলেও জানান তিনি।