মঙ্গলবার দুদুক মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মামলা দুটির মধ্যে একটি হলো- উত্তরা ব্যাংক লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে আন্ত-ব্যাংকিং রেমিট্যান্সের তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
অভিযুক্ত তিন কর্মকর্তা হলেন- উত্তরা ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সাবেক হেড ক্যাশিয়ার মুক্তার হোসেন, ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) মো. রোকনুজ্জামান এবং ওই শাখার দ্বিতীয় কর্মকর্তা (বরখাস্ত) মো. নিজামউদ্দীন।
২০১৪ সালের ১৬ মে নারায়ণগঞ্জ থানায় দায়ের করার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক সুমিত্রা সেন।
এনসিসি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে তিন কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অপর মামলাটি করা হয়।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- ব্যাংকটির মতিঝিল শাখার অফিসার এইচ এম নুরুউদ্দিন চৌধুরী (বর্তমানে বরখাস্ত) ও অফিসার শাহেলা কিবরিয়া।
২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর রমনা মডেল থানায় দায়েরকৃত এ মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এস এম মফিদুল