শনিবার চট্টগ্রাম নগরীর ষোলশহর চশমাহিলের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী।
শুক্রবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে মেয়েদের স্কুল-কলেজে না দেয়ার আহ্বান জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন,‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দিবেন না। যদি দেনও ফোর-ফাইভ পর্যন্ত পড়াবেন। এর বেশি পড়লেখা করালে আপনার মেয়েকে পর পুরুষে টানাটানি করে নিয়ে যাবে।’
এমন বক্তব্য প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘যিনি এ মন্তব্যটা করেছেন তিনি তার ব্যক্তিগত মত দিয়েছেন।তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা অথবা শিক্ষাখাতের কোনো নির্বাহী দায়িত্বে নেই। যেহেতু বাক স্বাধীনতা আছে, যে কোনো নাগরিক তার মনের ভাবনা বহিঃপ্রকাশ করতে পারেন। তিনিও দেশের একজন নাগরিক হিসেবে নিজের একটা বিশ্লেষণ দিয়েছেন।’
নওফেল বলেন, ‘তবে এটা আমাদের রাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা যারা বাক স্বাধীনতার কথা বলছি, মনে রাখতে হবে আমাদের সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা আছে। আমরা যেন বৈষম্যমূলক কোনো মন্তব্য না করি।’
‘তার অভিমত যে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলন ঘটবে এরকম মনে করার কোনো কারণ নেই। এরকম অনেকেই নিজস্ব অভিমত দেন, যোগ করেন তিনি।