তিনি বলেন, ‘যদি আমরা আবারো আসতে (ক্ষমতায়) পারি, নৌবাহিনীকে আমরা আরও অনেক বেশি শক্তিশালী করবো।’
সোমবার রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ‘শেখ মুজিব’ এর কমিশনিং অনুষ্ঠানসহ নৌবাহিনীর বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দেশের অর্থনীতিকে একটা শক্তিশালী ভিত্তির ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের স্বাধীনতার প্রতীক এই বাহিনীগুলোকে আধুনিক করা এবং যাতে বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলতে পারি।’
বর্তমান সরকার নৌবাহিনীর আধুনিকায়নে অনেক উন্নয়নমূলক কাজ করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘২০০৯ থেকে ২০১৮, আমি বলব এর মধ্যে নৌবাহিনী আজকে আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে উঠেছে। তাই নৌবাহিনীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
বানৌজা শেখ মুজিব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ঢাকা অঞ্চলের নৌ নিরাপত্তার পাশাপাশি দুর্যোগে মানুষের কল্যাণ ও দুর্ঘটনায় উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখবে। ‘আমি অত্যন্ত আনন্দিত যে বানৌজা শেখ মুজিব ঘাঁটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।’
এর আগে সকালে প্রধানমন্ত্রী বানৌজা শেখ মুজিব ঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।