কক্সবাজার, ২৯ জুন (ইউএনবি)- কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর প্রচারণাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় এক কলেজছাত্র খুন হয়েছেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তানভির আহমদ কক্সবাজার সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ প্রচারণায় গেলে স্থানীয় ইয়াবা সন্ত্রাসী বশর বাহিনী বাধা দেয়। এ সময় তানভির প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে।
পরে তানভিরকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।