এর আগে শনিবার রাতে কোটা আন্দোলনকারী সাধারণ ছাত্র পরিষদ চট্টগ্রাম বিভাগীয় নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সাধারণ ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহ্বায়ক অনোয়ার হোসেন জানান, শনিবার দুপুর ২টায় কেন্দ্রীয় কমিটির সাথে আন্দোলনে একাত্মতা পোষণ করে নগরীর ষোলোশহরে কিছু শিক্ষার্থী অবস্থান করলে তাদের ওপর ছাত্রলীগ অতর্কিতভাবে সশস্ত্র হামলা করে।
এসময় সংগঠনের বিভাগীয় আহ্বায়ক তোফায়েল আহমেদ ও চবির যুগ্ম-আহ্বায়ক আরজু মিয়া আহত হয়। পরে আরো ছাত্রলীগ কর্মীরা এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয়।
এ ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ জেলার সকল পাবলিক-প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে টানা অবরোধের ডাক দেন।
এদিকে কোটা আন্দোলনকারীদের এ অবরোধ কর্মসূচির প্রেক্ষিতে রবিবার সকাল থেকে ষোলশহর রেল স্টেশন এলাকায় পাল্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে উত্তর জেলা ছাত্রলীগ।