খুলনা, ১২ অক্টোবর (ইউএনবি)- খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের সামনের মাঠে এ ঘটনা ঘটে।
খুবির ছাত্র বিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, বিকাল ৩টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাঠে সিনিয়র ডিভিশন ফুটবল খেলা শুরু হয়। এসময় বহিরাগতরা এক ছাত্রকে মাঠে নাজেহাল করে এবং ধাওয়া দেয়। এতে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
উত্তেজিত ছাত্ররা বহিরাগতদের কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং তিনজনকে হলের রুমে আটকে রাখেন।
ড. শরীফ হাসান বলেন, বহিরাগত তিনজনকে প্রশাসনের হাতে তুলে দেয়া হবে।
প্রসঙ্গত, সিনিয়র ডিভিশন ফুটবল লীগ পরিচালনার জন্য খুলনা জেলা ক্রীড়া সংস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১২ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চুক্তিভিত্তিক মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছিল।