চট্টগ্রাম, ০৯ ফেব্রুয়ারি (ইউএনবি)- চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় একটি পিকনিক বাস থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। সেই সাথে পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার ভোরে শাহ আমানত সেতুর কাছে বাসটি জব্দ করা হয়। পিকনিকের বাসটিতে অন্তত অর্ধশতাধিক লোক ছিল।
আটক ব্যক্তিরা হলেন- মো. আতিয়ার রহমান (৫৫),মো. মাসুদ রানা (৩১),মো. বাবলু (৪৭), মো. ইকবাল হোসেন (৩৭),মো. জুয়েল (৩৯) ও মো. আমিনুর রহমান সুমন (২৩)। তাদের বাড়ি যশোর রাজশাহী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
র্যাবের সহকারী পরিচালক মাশকুর রহমান ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে ইয়াবা পাচারের সময় একটি বাস থেকে পাচারকারীদের আটক এবং বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।’
সকাল ৮টায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, যশোর থেকে ৪০ জন নিয়ে পিকনিকে কক্সাবাজার যায় বাসটি। ফেরার সময় পিকনিক দলের ছয়জন ২ লাখ ৪০ হাজার ইয়াবা নিয়ে যশোর যাচ্ছিল।