বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিক ও চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ করে ধর্মঘট পালন করছে।
রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র জানায়, রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন হাসপাতালে অভিযান শুরু করে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। এর পরই জরুরি সভা আহবান করে বিএমএ। সভা থেকে লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের মালিক এবংয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এদিকে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির সভাপতি ডা. আবুল কাসেম স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক কর্তৃক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নগ্ন হামলার প্রতিবাদে জেলা ও উপজেলাসহ সকল স্তুরের প্রাইভেট প্র্যাকটিসসহ ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিক হাসপাতালে চিকিৎসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল।