ঢাকা, ২২ নভেম্বর (ইউএনবি)- চীনের পোর্ট-ভিসাব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশে চীনা দূতাবাস। ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে ‘পোর্ট-ভিসাব্যবস্থা’ তথা ‘অ্যারাইভাল ভিসা’ দেয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার।
‘গণপ্রজাতন্ত্রী চীনের বহিরাগমন ও প্রবেশ প্রশাসন আইন’ অনুযায়ী, এই ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাগরিকদের জন্য করা হয়নি, বলেন তিনি।
দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন আরও বলেন, মানবিক কারণে চীনে জরুরি প্রবেশ, আমন্ত্রণক্রমে জরুরি বাণিজ্যিক কাজে আসা, প্রকল্পের মেরামত বা অন্য জরুরি কাজে চীনে আসা, এবং পর্যটন এজেন্সির মাধ্যমে চীন ভ্রমণে আগ্রহী বিদেশিদের সুবিধার্থে এ ‘পোর্ট-ভিসাব্যবস্থা’ চালু করা হয়েছে।
তিনি বলেন, এই ব্যবস্থা অনুসারে, বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের বিমানবন্দরে এসে ‘পোর্ট ভিসা’র জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন। বাংলাদেশিরাও, প্রয়োজনীয় শর্ত পূরণ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করে, চীনের বিমানবন্দর থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবে।