চুয়াডাঙ্গা, ০৬ জুলাই (ইউএনবি)- জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত থেকে পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে বাংলাদেশি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়েছে
দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আব্দুল আলিম জানান, কথাবার্তায় অসংলগ্নতা এবং নাম ঠিকানা ঠিকমতো বলতে না পারায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে। তারা বাংলাদেশি পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।