ঝালকাঠি, ০৮ ফেব্রুয়ারি (ইউএনবি)- ঝালকাঠিতে অটোরিকসা উল্টে আলী আহম্মেদ খান (৫০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি কলেজ মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আহম্মেদ সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামের মৃত সৈজদ্দিন খানের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
পরিবারের সদস্যরা জানান, আলী আহম্মেদ ছেলের বিয়ে উপলক্ষ্যে মেয়ের জামাইকে আনতে বাউকাঠি যাচ্ছিল। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অটোচালক ছবুর বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।