ঝিনাইদহ, ১৯ জানুয়ারি (ইউএনবি)- ঢাকা থেকে খুলনা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকালে স্বাভাবিক হয়েছে।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, শুক্রবার বিকালে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়। এ সময় রেল লাইনের কিছু অংশও ভেঙে যায়।
শনিবার সকালে পাবনার পাকশী এবং খুলনা থেকে উদ্ধার টিম এসে উদ্ধার কাজ শেষ করে। পরে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সীমান্ত টাউন ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর স্টেশন ত্যাগ করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সারা দেশের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান গোলাম মোস্তফা।