ঢাকা, ১৪ অক্টোবর (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ২০১৮-১৯ শিক্ষবর্ষের অনার্স প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে দোয়েল চত্বর এলাকা থেকে ঢাবির প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- মো. জাহিদুল ইসলাম, ইনসান আলী রকি, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, মো. আবু তালেব এবং তানভীর আহমেদ।
ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই ছয়জন এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।