ঢাকা, ২১ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর বাইরের ৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মাদ সামাদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী, কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আবু মো. দেলওয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।
২ হাজার ৩৮৩ আসনের বিপরীতে মোট ৩৫ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।