দুদকের কমিশনার হওয়ার আগে তিনি জনপ্রশাসন সচিবের দায়িত্বে ছিলেন।
তিন সদস্য বিশিষ্ট দুদকের কমিশনার নাসির উদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হলেন মোজাম্মেল হক। গত ২৬ জুন নাসির উদ্দীনের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়।
দুদকের নতুন কমিশনার নিয়োগে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি পাঁচ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করেছিল।
কমিটি কমিশনার পদে নিয়োগে রাষ্ট্রপতির কাছে দুজনের নাম প্রস্তাব করেছিল। সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে মনোনয়ন দেন।
দুদক আইন অনুযায়ী, কমিশনের সদস্য তিনজন। তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী প্রশাসন ক্যাডারের ৮১তম ব্যাচের সদস্য। অন্যদিকে নতুন নিয়োগ পাওয়া কমিশনার প্রশাসন ক্যাডারের ৮২তম ব্যাচের সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন।
মোজাম্মেল হক খান দুদক আইন অনুযায়ী আগামী পাঁচ বছর সংস্থার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।